আল্লামা বদরুদ্দীন আইনী, উমদাতুল ক্বারী গ্রন্থে বলেছেন: ‘মহাল্লাব’ নামক জনৈক ব্যক্তি বলেছেন বুখারী শরীফে বর্ণিত হাদিসে এজিদের প্রশংসা রয়েছে, কারণ সে কায়সারের শহরের প্রথম অভিযানে অংশগ্রহণ করেছে।’
✦ এর জবাবে আল্লামা আইনী বলেন:
قلت اى منقة كانت ليزيد وحاله مشهور
অর্থ: আমি বলব: এখানে এজিদের কি প্রশংসা রয়েছে? অথচ তার হাল হাকিকত মশহুর বা সুষ্পষ্ট।
অতঃপর আইনী বলেন:
فان قلت قال صلى الله عليه وسلم فى حق هذا الجيش مغفور لهم-
قلتথ قيل لا يلزم من دخوله فى ذالك العموم ان لايخرج بدليل خاص- اذ لا يختلف اهل العلم ان قوله صلى الله عليه وسلم مغفورلهم مشروط بان يكونوا من اهل المغفرة- حتى لو ارتد واحد ممن غزاها بعد ذالك لم يدخل فى ذالك العموم اتفاقا فدل على ان المراد مغفور لهم لمن وجد شرط المغفرة فيه منهم
অর্থ: আপনি যদি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) তো উক্ত বাহিনী সম্বন্ধেই বলেছেন: ‘তারা ক্ষমাপ্রাপ্ত’। তাহলে আমি বলব: উক্ত সুসংবাদ অন্তর্ভুক্তি হওয়াটা আমভাবে আবশ্যকীয় নয়। যতক্ষণ পর্যন্ত কোন খাস দলিল পাওয়া না যাবে। কারণ এ ব্যাপারে আহলে ইলম বা তথা উলামায়ে কেরামদের মধ্যে কোন মতানৈক্য নেই যে, রাসূলুল্লাহ (ﷺ) এর কথাটি শর্তযুক্ত তা হল ক্ষমাপ্রাপ্ত তারাই হবে যারা ক্ষমা পাবার যোগ্য আহল। অতএব কোন ব্যক্তি অভিযানে অংশ নেয়ার পরেও যদি মুর্তাদ হয়ে যায় তাহলে উক্ত সুসংবাদের অন্তর্ভুক্ত হবে না।
অতএব ইহাই প্রমাণিত হলো যে ‘ক্ষমাপ্রাপ্ত’ কথা দ্বারা মুরাদ হল ঐ সমস্ত ব্যক্তিবর্গ যাদের মধ্যে ক্ষমা প্রাপ্তির শর্ত পাওয়া যাবে। (উমদাতুল ক্বারী, কিতাবুল জিহাদ ১৪/২৭৬৬) (ফতহুল বারি কিতাবুল জিহাদ)।
শেষ কথা
____________________
শেষ কথা
পরিশেষে বলতে চাই, ব্যক্তিগতভাবে কারো সাথে আমাদের কোন শত্রুতা নাই। আমরা শান্তি প্রিয় মুসলমান। শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তাই আমাদের মাযহাবের ইমাম, ইমাম আ’জম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুও এজিদের ব্যাপারে নিরবতাই গ্রহণ করেছেন। কিন্তু তাই বলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শানে বেয়াদবি ও নির্লজ্জভাবে এজিদের প্রশংসা কোন নবী প্রেমিক মুসলমান কখনো মেনে নিতে পারে না। অতএব এ সমস্ত বাতিল মতবাদের বিরুদ্ধে আমাদের কলম চলবে অবিরাম গতিতে ইংশাআল্লাহ।
_____________
কিতাব: কুস্তুনতুনিয়ার যুদ্ধে এজিদের অন্তর্ভুক্তি
লেখকঃ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দিন
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন