এ বিষয়ক একটি জাল হাদিসকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু মানুষ পাঁচ কুল্লি টুপির ব্যবহার ব্যাপকভাবে করছে। কিছু বইয়ে নিম্নের হাদিসের দোহাই দিয়ে এ উপর আমলের জন্য তাগিদ দিয়ে থাকেন। তাই আমি এ হাদিসটির সনদ গ্রহনযোগ্যতা নিয়ে গবেষণা করার জন্য আমাকে অনেকে অনুরোধ করেন।
ইমাম আবু নুয়াইম ইস্পাহানী (رحمة الله) সংকলন করেন-
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، وَأَبُو أَحْمَدَ الْجُرْجَانِيُّ قَالَا: ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُوسُفَ.. ..، ثَنَا أَبُو أُسَامَةَ، ثَنَا الضَّحَّاكُ بْنُ حُجْرٍ، ثَنَا أَبُو قَتَادَةَ الْحَرَّانِيُّ، ثَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: رَأَيْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَلَنْسُوَةً خُمَاسِيَّةً طَوِيلَةً
-‘‘যাহ্হাক বিন হুযর তিনি কাতাদা হার্রানী (رحمة الله) থেকে তিনি ইমাম আবু হানিফা (رحمة الله) হযরত কাতাদা (رحمة الله) থেকে তিনি হযরত আবু হুরায়রা (رضي الله عنه) থেকে তিনি বলেন যে, আমি রাসূল (ﷺ) এর মাথায় একটি লম্বা উঁচু পাঁচ ভাগে বিভক্ত টুপি দেখেছি।’’ ১
➥১. ইমাম আবু নুয়াইম ইস্পাহানী : মুসনাদুল আবু হানীফা : ১/১৩৭ পৃঃ মাকতুবাতুল কাওসার, রিয়াদ, সৌদি আরব।
➥২. ইমাম মিয্যী, তাহযিবুল কামাল, ১৬/২৬০ পৃঃ
➥৩. ইমাম বুখারী : তারীখুল কাবীর : ১/৩৯৮ পৃঃ, ইমাম যাহাবী : তারিখুল ইসলাম, ৫/১০৪ পৃঃ ক্রমিক-২২৩
➥৪. ইমাম আবু হানিফা: মুসনাদে ইমামে আযম: ১৮০ পৃঃ হা/৪২৮, ই.ফা.বা, আল্লামা মোল্লা আলী ক্কারী : শরহে মুসনাদি আবী হানীফা : পৃ: ১৪২, হা/৪২৮, আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ২/১৮৫ পৃঃ হা/২২৯৫
সনদ পর্যালোচনা:
সনদে একজন রাবী ‘আবু কাতাদা র্হারানী’ রয়েছেন, তার বিষয়ে কঠিন অভিযোগ রয়েছে। ইমাম বুখারী (رحمة الله) বলেন, (تركوه) মুহাদ্দিসগণ তার হাদিস পরিত্যাগ করেছেন। অপরদিকে ইমাম দারেকুতনী (رحمة الله) সহ অন্যান্য মুহাদ্দিসগণ তাকে অত্যন্ত দুর্বল বা মিথ্যাবাদী এবং জাল হাদিস বানাতো বলে অভিযোগ করেছেন। ইমাম যাহাবী (رحمة الله) আরও উল্লেখ করেন-
وقال أبو حاتم: ذهب حديثه. وروى عبد الله بن أحمد عن ابن معين: ليس بشئ. وروى الدولابي، عن عباس، عن يحيى: ليس بشئ.
-‘‘ইমাম আবু হাতেম (رحمة الله) বলেন, তার হাদিস উপেক্ষিত, আব্দুল্লাহ ইবনে আহমদ (رحمة الله) ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন (رحمة الله) হতে বর্ণনা করেন, তার হাদিস কিছুই না। আব্বাস দূরী (رحمة الله) ইমাম ইবনে মঈন (رحمة الله) থেকে অনুরূপ বর্ণনা করেন। (যাহাবী, মিযানুল ইতিদাল, ২/৫১৭ পৃ. ক্রমিক.৪৬৭২)
ইমাম যাহাবী (رحمة الله) আরও উল্লেখ করেন-
وقال الجوزجاني: متروك.
-‘‘মুহাদ্দিস জুযযানী (رحمة الله) বলেন, সে পরিত্যক্ত বর্ণনাকারী।’’
(যাহাবী, মিযানুল ইতিদাল, ২/৫১৭ পৃ. ক্রমিক.৪৬৭২)
অপরদিকে ইমাম মিয্যী (رحمة الله) বলেন, ইয়াকুব বিন ইসমাঈল বিন ছুবহি (رحمة الله) বলেছেন, নিশ্চয় ‘আবু র্হারানী’ মিথ্যাবাদী ছিলেন। ২
ইমাম যাহাবী (رحمة الله) তাঁর অপর আরেকটি গ্রন্থে লিখেছেন যে ইমাম বুখারী (رحمة الله) তাকে মুনকারূল হাদিস বা আপত্তিকর হাদিস বর্ণনাকারী, ইমাম নাসাঈ (رحمة الله) তাকে মাতরুক বা পরিত্যক্ত হাদিস বর্ণনাকারী বলেছেন। ৩
তাই উক্ত সনদটি জাল। অপরদিকে আবু কাতাদা হাররানী (رحمة الله) (মৃত : ২০৭ হি.)ই শুধু উক্ত হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু হানীফা (رحمة الله) থেকে। ইমাম আবু হানিফা (رحمة الله) এর অগণিত ছাত্রের মধ্যে কেউই উক্ত সনদটি এই শব্দে বর্ণনা করেন নি, বরং এর বিপরীত শব্দে স্বয়ং ইমাম আবু হানিফা (رحمة الله) বর্ণনা করেছেন। যেমন অন্যান্য ছাত্রদের সহীহ বর্ণনা এবং ইমাম আযম (رحمة الله)-এর বর্ণনা হল-
ابو حنيفة: عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ لِرَسُولِ اللَّهِ ﷺ قَلَنْسُوَةٌ بَيْضَاءُ شَامِيَّةٌ-
-‘‘ইমাম আবু হানিফা (رحمة الله) হযরত আতা (رضي الله عنه) থেকে তিনি আবু হুরায়রা (رضي الله عنه) থেকে তিনি বলেন রাসূল (ﷺ) সাদা শাম দেশীয় টুপি পড়তেন।’’ ৪
তাই প্রমাণিত হল যে, পাঁচকুল্লি টুপির হাদিসটি ‘আবু কাতাদা’ বানিয়েছে।
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন