আলবানীর সহীহ বুখারী-মুসলিমের হাদিসকে যঈফ বলার দৃষ্টতা:

সহীহ বুখারী-মুসলিমের হাদিসকে যঈফ বলার দৃষ্টতা:


আহলে হাদিসদের এ ইমাম সহীহ বুখারী মুসলিমের অনেক হাদিসকে যঈফ বলে চালিয়ে দিয়েছে, আর তাঁর দৃষ্টিতে যঈফ হাদিস জাল হাদিসেরই প্রকারের অর্ন্তভুক্ত।


✦ সহীহ বুখারীতে রয়েছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ، رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ

-‘‘(তথ্য সূত্র: ইমাম বুখারী, আস-সহীহ, ৩/৯০ পৃ. হা/২২৭০)


✦ এ সহীহ হাদিস বিষয়ে আলবানী লিখেছেন-

رواه أحمد والبخارى عن أبي هريرة. (ضعيف)

-‘‘হাদিসটি ইমাম আহমদ (رحمة الله) ও বুখারী (رحمة الله) হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন, হাদিসটি যঈফ।’’ (আলবানী, যঈফু জামেউস সগীর ওয়া যিয়াদাহ, ১/৫৯০ পৃ. হা/৪০৫০)


দেখুন তিনি সহীহ বুখারী হাদিসের উপর কিভাবে আঙুল তুলেছেন!


✦ অথচ আলবানী মিশকাতের তাহকীকে একে সহীহ বলেছেন! (আলবানী, তাহকীকে মিশকাত, ২/৮৯৯ পৃ. হা/২৯৮৪, কিতাবুল ইজারাহ)


সহীহ বুখারীর আরও অনেক সহীহ হাদিসকে সে এভাবে যঈফ বলেছেন। এবার আমি সহীহ মুসলিম শরীফ থেকে একটি উদাহরণ পেশ করবো।


✦ ইমাম মুসলিম (رحمة الله) সংকলন করেন-

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلْيَفْتَتِحْ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

-‘‘(তথ্য সূত্র: ইমাম মুসলিম, আস-সহীহ, ১/৫৩২ পৃ. হা/৭৬৮)


✦ এ সহীহ হাদিস বিষয়ে আলবানী লিখেছেন-

رواه الإمام أحمد ومسلم عن أبي هريرة. (ضعيف)

-‘‘হাদিসটি ইমাম আহমদ (رحمة الله) ও মুসলিম (رحمة الله) হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন, হাদিসটি যঈফ।’’ (আলবানী, যঈফু জামেউস সগীর ওয়া যিয়াদাহ, ১/৮৯ পৃ. হা/৬১৯)


সম্মানিত পাঠকবৃন্দ! সে সহীহ বুখারী মুসলিমের এমন অনেক সহীহ হাদিসকে জাল যঈফ বলেছেন, যার বিস্তারিত আলোচনা আমার লিখিত ‘আলবানীর স্বরূপ উন্মোচন’ নামক গ্রন্থে পাবেন, ইনশা আল্লাহ।



━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah 
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন