নবীজির মু'জিযা
(৯২)
শুকনাে বৃক্ষে ফল
একদিন রাসূল (ﷺ) হযরত আবু বকর, ওমর ও আলী (رضي الله عنه)সহ আবুল হায়শাম ইবনে তাহাইয়্যান (رضي الله عنه)’র ঘরে তাশরীফ নিলে সে তাদেরকে স্বাগতম জানিয়ে বলল, মারহাবা ইয়া রাসূলাল্লাহ ও সাহাবায়ে কিরাম আমার প্রাণের চাহিদা ছিল যে, আপনি সাহাবাগণকে নিয়ে আমার ঘরে তাশরীফ আনবেন। আমার যা কিছু ছিল তা আমি প্রতিবেশীদের মধ্যে বন্টন করে দিয়েছি। তিনি বললেন, তুমি খুবই ভাল করেছ। হযরত জিব্রাঈল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশী তাগীদ দিতেন প্রতিবেশীকে ওয়ারিশের হকদার বানিয়ে দেওয়ার আশংকা করেছিলাম।
তারপর তিনি চোখ তুলে দেখেন আবুল হায়শামের ঘরের এক কোণায় একটি খেজুর বৃক্ষ আছে। তিনি তাকে বললেন, তােমার অনুমতি পেলে আমরা এই বৃক্ষ থেকে খেজুর খেতে পারি, সে বলল, দীর্ঘ দিন থেকে এই বৃক্ষে ফল আসেনি এখন আপনার ইচ্ছে। তিনি বললেন, আল্লাহ বরকত দান করবেন। এরপর হযরত আলী (رضي الله عنه) কে হুকুম করলেন, একটি পানির পেয়ালা নিয়ে এসাে। যখন পানি আনা হল তখন তিনি সামান্য পানি দিয়ে কুলি করে ঐ বৃক্ষের দিকে নিক্ষেপ করলেন। সাথে সাথে ঐ খেজুর বৃক্ষে খেজুরের খােবা ঝুলতে লাগল যাতে অনেক বড় বড় খেজুর ছিল। তিনি বললেন, এগুলাে জান্নাতের বাগানের খেজুর যা কিয়ামত দিবসে তােমরা পাবে। এগুলাে এমন নিয়ামত কিয়ামত দিবসে হিসাব হবে।১৮৪
১৮৪. আব্দুল রহমান জামী (رحمة الله) (৮৯৮হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১৯৫)।
++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন