নবীজির মু'জিযা
(৯৩)
প্লেটের খাবার তাসবীহ পড়া
হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ)'র কাছে ‘সারিদ’ নামক খাবার আনা হলে তিনি বলেন, ان هذا الطعام یسبح এই খাবার তাসবীহ পড়তেছে। উপস্থিত লােকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি এদের তাসবীহ বুঝতেছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন তিনি এক ব্যক্তিকে বললেন, এই প্লেটটি এই ব্যক্তির নিকটে করে দাও। প্লেট তার কাছে আনা হলে সেই বলল, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, এই খাবার তাসবীহ পাঠ করতেছে। তারপর অপর আরাে দুই ব্যক্তির নিকটে করা হলে তার উভয়ে অনুরূপ বলল। তখন তিনি ঐ খাবার প্লেট নিয়ে রেখে দিলেন। উপস্থিত এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! এই প্লেট যদি সকলের নিকট আসত কতইনা ভাল হত। তখন রাসূল (ﷺ) বললেন, এই প্লেট যদি কারাে নিকটে গিয়ে চুপ হয়ে যেতাে তাহলে লােকেরা বলত যে, তার গুনাহের কারণে এরূপ হয়েছে।১৮৩
১৮৩. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:২য়, পৃ:১২৫)।
++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন