মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(৯১)

দেয়ালে আমীন বলা


       ইমাম বায়হাকী ও আবু নঈম  (رحمة الله) আবু উসাইদ সায়েদী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) হযরত আব্বাস (رضي الله عنه) কে বললেন, আগামীকাল সকাল বেলা আপনি ও আপন সন্তানরা আমি না আসা পর্যন্ত ঘরে থাকবেন। কেননা আপনাদের সাথে আমার কাজ আছে।


        পরের দিন সকালে তিনি সেখানে গিয়ে বললেন, তােমরা সবাই কাছাকাছি হয়ে যাও। তারা কাছাকছি এসে দাঁড়ালে তিনি তাদের উপর স্বীয় চাদর দিয়ে এই দোয়া করেন, یارب هذا عمی وضو لاء اهل بیتی فاسترهم من النار کستری ایاهم یملاتی هذه হে প্রভূ! ইনি আমার চাচা; আমার পিতার মতাে। আর এরা আমার পরিবার, আপনি তাদেরকে জাহান্নাম থেকে ডেকে রাখুন যেভাবে আমি আমার চাদর দিয়ে তাদেরকে ডেকে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম’র এই দোয়ায় দরজার চৌকট ও দেওয়ালে আমীন, আমীন, আমীন বলেছিল।১৮৫


১৮৫. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ডঃ২য় পৃ:১২৮)।

+++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন