মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(৯০)

উহুদ পাহাড়ের আনুগত্য


        ইমাম বুখারী ও মুসলিম  (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করিম (ﷺ) উহুদ পাহাড় কিংবা হেরা পর্বতে আরােহণ করেন। এ সময় তাঁর সাথে হযরত আবু বকর, ওমর এবং ওসমান (رضي الله عنه) ও ছিলেন। পাহাড় তাদেরকে নিয়ে হরকত করলে তিনি পা মােবারক দ্বারা পাহাড়ে আঘাত করলেন এবং বললেন, থাম, তােমার উপর একজন নবী, একজন সিদ্দীক ও দু’জন শহীদ বিদ্যমান। (সাথে সাথে পাহাড় স্থীর হয়ে গেল)।১৮৬


১৮৬. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:২য় পৃ:১২৯)।

+++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন