মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(৮৯)

মিম্বর নড়াচড়া করা


       ইমাম আহমদ, মুসলিম, নাসায়ী ও ইবনে মাজাহ  (رحمة الله) হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম (ﷺ) কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, তিনি বলেন, জাব্বার (আল্লাহ) আসমান ও জমিকে হাতে নিয়ে বলবেন- আমিই হলাম জাব্বার, আমি ব্যতিত যারা জাব্বার ও অহংকারী আছ তােমরা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার সময় ডানে ও বামে ঝুঁকে ছিলেন। ইবনে ওমর (رضي الله عنه) বলেন, আমি দেখলাম যে, মিম্বরের নীচের অংশ এমনভাবে নড়তে লাগল, আমি ভাবলাম মিম্বর রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম কে ফেলে দেবে কিনা।১৮৭


১৮৭. ইমাম সুয়ুতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা,আরবী, বৈরুত, খন্ড:২য় পৃ:১২৯)।

+++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন