নবীজির মু'জিযা
(৮৮)
বৃক্ষের শাখা আলাে দেওয়া
ইমাম আবু নঈম (رحمة الله) হযরত আবু সাঈদ খুদুরী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা বর্ষা রাত্রে রাসূল (ﷺ) এশার নামাযের জন্য বাইরে তাশরীফ নিলে একটি আলাে প্রকাশিত হল। এতে তিনি হযরত কাতাদাহ ইবনে নােমান (رضي الله عنه) দেখতে পান। তিনি তাকে বললেন, হে কাতাদাহ! তুমি নামায শেষে আমি আদেশ না দেওয়া পর্যন্ত আপন স্থানে অবস্থান করবে। তিনি নামায শেষ করে হযরত কাতাদাহ (رضي الله عنه)কে একটি গাছের ডাল দিয়ে বললেন, یضٸ لك امامك عشرًا وخلقك عشرًا এটা ধর। এটি তােমার দশ কদম আগেও দশ কদম পিছে তােমাকে আলাে দিবে।
+++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন