নবীজির মু'জিযা
(৮৪)
লাঠির ইঙ্গিতে মুর্তি ভেঙ্গে যাওয়া
ইমাম বায়হাকী ও আবু নঈম (رحمة الله) আব্দুল্লাহ ইবনে দীনার এর সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) যখন মক্কা বিজয়ের দিন বায়তুল্লাহ এ প্রবেশ করলেন তখন সেখানে তিনশত ষাটটি মুর্তি পেলেন, তিনি প্রত্যেক মুর্তির দিকে লাঠি দিয়ে ইশারা করতেন আর বলতেন,
جاء الحق وزحق الباطل ، إن الباطل كان زهوقا
অর্থ: সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। (সূরা বনী ইস্রাঈল, আয়াত-৮১) তখন যেই মুর্তির দিকেই ইশারা করতেন সাথে সাথে লাঠি লাগানাে ব্যতিত মুর্তি আপনা-আপনি বেঙ্গে পড়তাে।১৯১
১৯১. সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:১ম পৃ:৪৩৭)।
+++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন