মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(৮৩)

পবিত্র গােড়ালীর আঘাতে পানি প্রবাহিত হওয়া

   
        ইবনে সা'দ ও ইবনে আসাকের  (رحمة الله) হযরত আমর ইবনে শােয়াইব (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, হযরত আবু তালেব বর্ণনা করেন, একদা (নবুয়ত প্রকাশের পূর্বে আমি আমার ভাতিজা মুহাম্মদের সাথে চলার পথে ‘যিল মাজায়’ নামক স্থানে পৌঁছলে আমার প্রচন্ড তৃষ্ণা লাগল, আমি তাঁকে বললাম, ভাতিজা! আমার পিপাসা লেগেছে। তিনি মাটিতে স্বীয় পায়ের গােড়ালী (মুড়ি) দিয়ে আঘাত করা মাত্র মাটি থেকে পানি প্রবাহিত হতে লাগল। তারপর বললেন, চাচাজান! পানি পান করুন। তখন আমি পানি করে তৃষ্ণা নিবারণ করলাম।১৯২


১৯২. ইউসূফ নাবহানী  (رحمة الله) (১৩৫০হি.), হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, উর্দু, গুজরাট, খন্ড:২য় পৃ:২৮৯।

++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন