নবীজির মু'জিযা
(৮২)
পর্বত ও বৃক্ষে সালাম দেওয়া
হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় নবী করিম (ﷺ) ’র সাথে থাকতাম। একবার রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম’র সাথে মক্কার পাহাড় ও বৃক্ষসমূহের পাশ দিয়ে যাচ্ছিলাম। فلم یمر بشجر ولاجبل الا قال السلام علیك یارسول اللّٰه তখন যেসব পাহাড় ও বৃক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় প্রত্যেক পাহাড় ও বৃক্ষ ‘আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ’ বলে সালাম করত।১৯৩
১৯৩. আবু নঈম ইস্পাহানী (رحمة الله) (৪৩০হি.), দালায়েলুল নবুয়ত, উর্দু, দিল্লী, পৃ:৩৪৯)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন