নবীজির মু'জিযা
(৮৫)
মেঘে ছায়া দান
ইবনে আবি শায়বা, ইমাম তিরমিযি, বায়হাকী, আবু নঈম এবং খারায়েতী হযরত আবু মুছা আশআরী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, আবু তালেব কুরাইশের কতিপয় মুরুব্বীকে নিয়ে সিরিয়া ভ্রমণে বের হলেন সঙ্গে নবী করিম (ﷺ) ও ছিলেন। কাফেলা যখন (বাহিরা) রাহেবের নিকটে পৌঁছে তখন তারা সওয়ারী থেকে অবতরণ করে যাত্রা বিরতি করল। রাহেব কাছে আসলেন। অথচ ইতিপূর্বে কত কাফেলা আসা-যাওয়া করেছে কিন্তু রাহেব কোন দিন তাদের কাছে আসতেন না এবং তাদের প্রতি দৃষ্টিপাত ও করতেন না। রাহেব এসে কাফেলার ভিতরে ঘুরে ঘুরে কি যেন খুঁজছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম’র হাত ধরে বলতেছেন- ইনি সায়্যিদিল আলামীন, ইনি সমগ্র পৃথিবীবাসীর রাসূল, তাকেই আল্লাহ তায়ালা রাহমাতুল্লিল আলামীন বানিয়ে প্রেরণ করেছেন।
কুরাইশী মুরুব্বীরা বলল- আপনি কিভাবে বুঝলেন? তিনি বললেন, যখন আপনারা এই জনপদ দিয়ে যাচ্ছিলেন তখন প্রত্যেক বৃক্ষ ও পাথর সিজদা করতেছিল। অতচ বৃক্ষ ও পাথর নবী ছাড়া অন্য কাউকে সিজদা করেনা। আমি তাঁকে দু’কাঁধের মধ্যবর্তী কোমল স্থানে। আপেলের ন্যায় দেখতে মহরে নবুয়ত দ্বারা চিনে ফেলেছি।
তারপর রাহেব চলে গিয়ে সকলের জন্য খাবার তৈরী করেন আনেন। তখন তিনি কাফেলার উট চরাতে গিয়েছিলেন। রাহেব বললেন, তাঁকে ডাক। যখন তিনি আসলেন তখন এক খন্ড মেঘ তাঁকে ছায়া দিচ্ছিল। রাহেব বলল- দেখ, তাঁকে মেঘে ছায়া দিচ্ছে। তিনি আসার পূর্ব থেকে লােকেরা গাছের ছায়ায় ছিল। তিনি আসা মাত্র গাছের ছায়া অন্যদের উপর থেকে সরে তাঁর দিকে ঝুঁকে পড়েছে।
রাহেব দাঁড়িয়ে তাদেরকে কসম করে বললেন, আপনারা তাকে নিয়ে রােমে যাবেন না। কেননা সেখানের অধিবাসীরা তাঁকে চিনে ফেলবে আর তাঁকে হত্যা করে ফেলবে। তিনি অন্য দিকে ফিরে দেখেন- নয়জন রােমবাসী আসতেছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তােমরা কেন এসেছ? উত্তরে তারা বলল, আমরা সেই নবীর খোঁজে (হত্যার উদ্দেশ্যে) বের হয়েছি যিনি এই শহরে প্রকাশ হবেন। আর সবদিকে আমরা তাঁর খোঁজে লােক পাঠানাে হয়েছে। রাহে তাদেরকে বললেন, তােমাদের কি ধারণা যে, আল্লাহ যদি কোন কিছু করার ইচ্ছে পােষণ করেন তবে কি কোন মানুষ তা রােধ করতে পারবে? তারা বলল, না। ঐ রােমবাসীরা রাহেবের হাতে বাইয়াত গ্রহণ করল এবং তার কাছে রয়ে গেল। ইমাম তিরমিযি হাদিসটিকে 'হাসন’ এবং হাকেম সহীহ বলেছেন।১৯০
১৯০. সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:১ম পৃ:১৪০)।
++++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন