নবীজির মু'জিযা
(৮৬)
কূপের পানি বৃদ্ধি
বনী সাদের একটি দল নবী করিম (ﷺ)’র খেদমতে হাযির হয়ে আবেদন করল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের পরিবার-পরিজনকে এমন এক কূপের পাশে রেখে এসেছি যে কূপে পানি নিতান্ত কম, যা আমাদের জন্য মােটেও যথেষ্ট নয়। আমরা চাই যেন আপনার দোয়ায় এর পানি বৃদ্ধি পায় আর এর দ্বারা আমাদের মান-সম্মান বেড়ে যাবে এবং আমাদের বিরুদ্ধবাদীদের প্রতি আমাদের মুখাপেক্ষী হতে হবেনা।
রাসূল সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম একজনকে কিছু পাথর আনতে বললে সে তিনটি পাথর নিয়ে আসল। তিনি ঐ পাথরগুলাে হাতে নিয়ে একটু নাড়াচাড়া করে ঐ ব্যক্তিকে পাথরগুলাে দিয়ে বললেন, যাও, আল্লাহর নাম নিয়ে এই পাথরগুলাে একটি একটি করে কূপে নিক্ষেপ করবে। সে গিয়ে এরূপ করলে কূপের পানি এমনভাবে বৃদ্ধি পেল তারা তাদের দুশমনদের উপর প্রাধান্য বিস্তার করতে সক্ষম হল এবং তাই মুতাওয়াল্লী হয়ে গেল।১৮৯
১৮৯. আব্দুল রহমান জামী (رحمة الله) (৮৮৯হি.), শাওয়াহেদুন নবুয়ত, উর্দু, বেরেলী, পৃ:১৭৪)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন