ঋণের সুদ


৪- بَابُ مَا جَاءَ فِي الرِّبَا فِي النِّسِيْئَةِ

٣٢٩- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، قَالَ: إِنَّمَا الرِّبَا فِي النَّسِيْئَةِ، وَمَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ.

বাব নং ১৬৯.৪. ঋণের সুদ

৩২৯. অনুবাদ: ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে, তিনি উসামা ইবনে যায়েদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ঋণের সুদই প্রকৃত সুদ তবে নগদ লেন-দেনে কোন দোষ নেই।
(কানযুল উম্মাল, ৪/১১৫/৯৮১৪/৯৮১৬)।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন