প্রতারণামূলক বিক্রি থেকে নিষেধাজ্ঞা


৭- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ بَيْعِ الْغَرَرِ

٣٣٣- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ: نَهَىٰ رَسُوْلُ اللهِ  عَنْ بَيْعِ الْغَرَرِ.

বাব নং ১৭২. ৭.  প্রতারণামূলক বিক্রি থেকে নিষেধাজ্ঞা

৩৩৩. অনুবাদ: ইমাম আবু হানিফা নাফে থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  প্রতারণামূলক বিক্রি করতে নিষেধ করেছেন।
(তিরমিযী, ৩/৫৩২/১২৩০)

ব্যাখ্যা: আল্লামা ইমাম নববী (رحمة الله) বলেন, ক্রয়-বিক্রয় অধ্যায়ের মধ্যে এ হাদিস একটি মুলনীতির মর্যাদা রাখে। তাই ইমাম মুসলিম (رحمة الله) ঐ অধ্যায়ে হাদিসটিকে প্রথমে উলে­খ করেছেন এবং এ হাদিসের উপর অনেক মাসয়ালা নির্ভর করে। এ হাদিস হালাল-হারামের একটি সামগ্রিক মূলনীতি এবং বৈধ-অবৈধ ক্রয়-বিক্রয়ের মধ্যে একটি সীমারেখা অঙ্কন করেছে। যে সমস্ত ক্রয়-বিক্রয়ের মধ্যে প্রতারণা হয় তা সম্পূর্ণ হারাম আর যাতে এরূপ হয়না তা নিঃসন্দেহে হালাল। অথবা এটাও বলা যায় যে, এ হাদিস এমন একটি কষ্টিপাথর বা মানদণ্ড, যা দ্বারা ক্রয়-বিক্রয়ের বৈধ-অবৈধ পরীক্ষা করা যায়। যেমন পলায়নকারী গোলামের বিক্রয়, অস্তিত্বহীন ও অবর্তমান বস্তুর বিক্রয়, অজ্ঞাত বস্তুর বিক্রয়, অথবা এমন বস্তু বিক্রয় করা বা  সোর্পদ করা আয়ত্বের বাইরে, অথবা যে বস্তুর উপর বিক্রেতার পরিপূর্ণ অধিকার নাই। অথবা পানির মাছ, পশুর স্তনের দুধ, পশুর পেটের বাচ্চা বিক্রয় করা। অথবা এরূপ বলে বিক্রয় করা- এসব ছাগলের মধ্যে কোন একটি বিক্রি করতেছি বা কাপড় সমূহের মধ্যে কোন একটি কাপড় বিক্রি করতেছি- ইত্যাদি পদ্ধতিতে বিক্রয় করা উল্লেখিত মূলনীতির আলোকে অবৈধ।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন