দুধপান করে অজু না করা প্রসঙ্গে


৪ - بَابُ مَا جَاءَ فِيْ عَدَمِ الْوُضُوْءِ مِنْ شُرْبِ اللَّبَنِ

৪৬ - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَدِيٍّ، عَنْ ابْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ: رَأَيْتُ رَسُوْلَ اللهِ  شَرِبَ لَبَنًا، فَتَمَضْمَضَ وَصَلَّىٰ، وَلَـمْ يَتَوَضَّأْ.


বাব নং ১৯. ৪. দুধপান করে উযূ না করা প্রসঙ্গে


৪৬. অনুবাদ: ইমাম আবু হানিফা আদী থেকে, তিনি ইবনে জুবাইর থেকে, তিনি ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে দেখেছি যে, তিনি দুধপান করেছেন অতঃপর কুলি করে নামায আদায় করেছেন আর নতুনভাবে উযূ করেননি। (মুসনাদে আহমদ, ৩/৪১৯/১৯৫১)

ব্যাখ্যা: দুধপান কিংবা আগুনে স্পর্শ করেছে এমন বস্তু পানাহার করলে ইমাম আবু হানিফা (رحمة الله)’র মতে উযূ’র প্রয়োজন হয় না। যে সব হাদিসে উযূ’র কথা বলা হয়েছে তা দ্বারা উযূয়ে লুগাভী তথা হাত ধোয়া ও কুলি করা উদ্দেশ্য। তবে দুধে যদি চর্বি থাকে তবে সেক্ষেত্রে কুলি করে নেওয়া উত্তম।

+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]

ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন