গোশত খাওয়ার পর নতুন উযূ না করা প্রসঙ্গে


৫ - بَابُ مَا جَاءَ فِيْ عَدَمِ الْوُضُوْءِ مِنَ اللَّحْمِ

৪৭ - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ ، قَالَ: أَكَلَ النَّبِيُّ  مَرَقًا بِلَحْمٍ، ثُمَّ صَلَّىٰ.


বাব নং ২০. ৫. গোশত খাওয়ার পর নতুন উযূ না করা প্রসঙ্গে


৪৭. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু যুবাইর থেকে, তিনি জাবির (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  শুরবা (ঝোল)সহ গোশত খেয়েছেন। অতঃপর (নতুনভাবে উযূ করা ব্যতীত) নামায আদায় করেছেন।

+++++++

কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]

ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন