নবীজির মু'জিযা
(১০২)
----------
সুস্থ হয়ে সৎলােক হয়ে শহীদ হওয়া
❏ ইমাম বায়হাকী (رحمة الله) হযরত মুহাম্মদ বিন সীরীন (رحمة الله) থেকে বর্ণনা করেন, জনৈক মহিলা তার এক রুগ্ন ছেলেকে নিয়ে নবী করিম (ﷺ)’র দরবারে এসে বলল, এটি আমার ছেলে। তার এমন এমন রােগ-ব্যধি হয়েছে যার ফলে সে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা আপনি দেখতেছেন। সুতরাং আপনি তার মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি বললেন, আমি তার শেফা ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি সে যেন ভাল হয়ে বড় হয়ে সৎ লােক হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদত বরণ করে জান্নাতে প্রবেশ করতে পারে। ●164
_____________________________
🔺১৬৪. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১১৭)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন