মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(১০১)
---------

যেমন চাওয়া তেমন হওয়া:


কিবলা পরিবর্তন:


      ইবনে সা’দ  (رحمة الله) হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) মদীনায় হিজরত করে মােল মাস পর্যন্ত বায়তুল মােকাদ্দেসের দিকে ফিরে নামায আদায় করেন। কিন্তু তাঁর আশা ছিল যে, বায়তুল্লাহকেই কিবলা বানানাে হােক। তিনি হযরত জিব্রাঈল (عليه السلام) কে বললেন, আমার আকাঙ্ক্ষা যে, আল্লাহ যেন আমার কিবলা ইহুদীদের কিবলা থেকে ফিরিয়ে দেন। জিব্রাঈল (عليه السلام) বললেন, আমিতাে একজন বান্দাহ মাত্র। আপনিই আপনার প্রভূর কাছে প্রার্থনা করুন।


       অতঃপর রাসূল (ﷺ) যখনই বায়তুল মােকাদ্দাসের দিকে ফিরে নামায আদায় করতেন। তখন স্বীয় মাথা মােবারক আসমানের দিকে উঠাতেন।১৬৮ তারপর:


قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضها


       অর্থ: নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেবাে যাকে আপনি পছন্দ করেন। (সূরা বাকারা, আয়াত নং ১৪৫)


১৬৮. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৩২২)।

+++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন