মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(১০৩)
----------

জান্নাতী পানি পান


❏ ইবনে আসাকের  (رحمة الله) ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত আবু বকর (رضي الله عنه) রাসূল (ﷺ) এর সাথে সত্তর গুহায় ছিলেন। হযরত আবু বকর (رضي الله عنه)’র পানির পিপাসা লাগলে রাসূল (ﷺ) তাকে বললেন, اذهب الی صدی لغار فاشرب অর্থ: গুহার সম্মুখ দিয়ে যাও আর পানি পান কর। আবু বকর (رضي الله عنه) গুহার সম্মুখ দিকে গিয়ে তা থেকে পানি পান করেন। ঐ পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে শুভ্র ও মেশকের চেয়ে অধিক সুগন্ধি ছিল। এরপর আবু বকর (رضي الله عنه) চলে আসেন। তখন রাসূল (ﷺ) এরশাদ করেন-


ان اللّه امر الملك الموكل بانهار الجنة أن خرق نهّرا من جنة الفردوس الى صدر الغار لتشرب


       অর্থাৎ আল্লাহ তায়ালা জান্নাতের নহরের দায়িত্ববান ফেরেস্তাকে আদেশ দেন যেন জান্নাতুল ফেরদৌসের নহর কে গুহার সম্মুখ ভাগে প্রবাহিত করে দেন যাতে তুমি পানি পান করতে পার। ●162

_____________________________

🔺১৬২. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৩০৭)।

++++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন