নবীজির মু'জিযা
(৯৬)
------------
পাথর তাসবীহ্ পড়া
ইমাম বাযযার, তাবরানী (আওসাত গ্রন্থে), আবু নঈম ও বায়হাকী (رحمة الله) হযরত আবু যর গিফারী (رحمة الله) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা নবী করিম (ﷺ)'র একাকী বসে আছেন। আমি এসে তাঁর পাশে বসলাম। এরপর হযরত আবু বকর (رضي الله عنه) এসে সালাম করে বসে গেলেন। এরপর হযরত ওমর (رضي الله عنه), হযরত ওসমান (رضي الله عنه) এসেছেন। এ সময় রাসূল (ﷺ)"র সামনে সাতটি কঙ্কর ছিল। তিনি ঐগুলাে নিয়ে হাতের তালুতে রাখলে ঐগুলাে তাসবীহ পড়া আরম্ভ করল। এমন কি মধু পােকার ন্যায় ঐগুলাে থেকে গুনগুন তাসবীহর আওয়াজ শুনতে পাই। তিনি ঐগুলাে রেখে দিলে আওয়াজ বন্ধ হয়ে যায়।
তারপর আবার ঐগুলাে নিয়ে হযরত আবু বকর (رضي الله عنه)'র হাতে রাখলে সেখানেও মধু পােকার শব্দের ন্যায় তাসবীহর আওয়াজ শুনেছি। তারপর রেখে দিলে আওয়াজ বন্ধ হয়ে যায়। এভাবে হযরত ওমর ও হযরত ওসমান (رضي الله عنه)'র হাতে ঐ পাথর গুলাে আনুরূপভাবে তাসবীহ পাঠ করে এবং এই আওয়াজ মধুপােকার আওয়াজের মতাে আমি নিজে শুনেছি। তখন নবী করিম (ﷺ) এরশাদ করেন- هذه خلافة نبوة এগুলাে নবুয়তের খেলাফত।
হযরত আনাস (رضي الله عنه) থেকেও অনুরূপ হাদিস বর্ণিত আছে।
১৮২. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:২য় পৃ:১২৪)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন