নবীজির মু'জিযা
(৯৭)
-----------
বৃক্ষ আদেশ পালন করা
আবু নঈম (رحمة الله) হযরত আলকামার সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা খায়বার যদ্ধে রাসূল (ﷺ)’র সাথে ছিলাম। তিনি হাযত পূরণের মনস্থ করলে আমাকে বললেন, হে আব্দুল্লাহ! দেখ, পর্দা করার জন্য কিছু আছে কিনা? আমি দেখলাম একটি বৃক্ষ রয়েছে এবং নবী করিম (ﷺ) কে এই বৃক্ষ সম্পর্কে অবহিত করলাম। তিনি আবার বললেন, দেখ, আর কিছু আছে কিনা, আমি দেখলাম যে, প্রথম বৃক্ষের বহু দূরে আর একটি বৃক্ষ রয়েছে। এটার ব্যাপারেও তাঁকে অবহিত করলাম। তিনি বললেন, তুমি ঐ বৃক্ষ দু’টিকে বল- রাসূল (ﷺ) তােমাদেরকে আদেশ দিচ্ছেন যে, তােমরা একত্রে মিলে যাও। আমি বৃক্ষ দুটি এরূপ বলার সাথে সাতে বৃক্ষ দুটি পরস্পর মিলে গেল।
তারপর তিনি এসে হাযত সেরে যখন দাড়ালেন তখন বৃক্ষ দু’টি আপন স্থানে চলে গেল।১৭৯
১৭৯. সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড:১ম পৃ:৪২২)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন