নবীজির মু'জিযা
(৯৫)
-----------
বৃক্ষ নবুয়তের সাক্ষ্য দেওয়া
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে রাসূল (ﷺ)'র সাথে ছিলাম। এক গ্রাম্য ব্যক্তি আসল, সে কাছে আসলে তিনি তাকে বললেন, কোথায় যাবার ইচ্ছে? সে বলল, আমার পরিবারে। তিনি জিজ্ঞেস করলেন, তােমার কোন কল্যাণের ইচ্ছে আছে? সে বলল, কি কল্যাণ? তিনি বললেন, তুমি সক্ষ্য দাও যাও, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আর আমি তাঁর বান্দা ও তাঁর রাসূল। লােকটি বলল, আপনি যা বলছেন তা যে সত্য কে সাক্ষী হবে? তিনি বললেন, এই বৃক্ষ সাক্ষী। তখন তিনি বৃক্ষকে ডাকলেন (বৃক্ষটি উপত্যকার পাশে ছিল) বৃক্ষটি মাটি ছিড়ে তাঁর নিকট চলে আসে। তিনি বৃক্ষ থেকে তিনবার সাক্ষ তলব করেন। বৃক্ষ প্রতিবার রাসূল (ﷺ) যা বলেছেন তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছে। এরপর বৃক্ষ আপন স্থানে চলে গেল আর গ্রাম্য ব্যক্তি বলল, আমার সম্প্রদায়ের লােকেরা আমার কথা মানলে আমি তাদেরকে সঙ্গে নিয়ে আসবাে অন্যথায় আমি একা এসে আপনার সঙ্গে থেকে যাবাে।১৮১
১৮১. ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড: ২য় পৃ:৬০)।
++++++++
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন