মু'জিযাতুর রসূল ﷺ


নবীজির মু'জিযা
(৯৯)
----------

বৃক্ষের শাহাদাত বা সাক্ষ্য


       ইমাম আবু নঈম  (رحمة الله) থেকে বর্ণনা করেন, জনৈক গ্রাম্য ব্যক্তি নবী করিম (ﷺ)’র দরবারে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার দরবারে মুসলমান হয়ে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আর আপনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। আমার মনে চচ্ছে যে, আপনি ঐ সুজলা-সুফলা বৃক্ষটিকে আহ্বান করুন যেন আপনার কাছে এসে যায়। তিনি বৃক্ষকে ডাক দিলে বৃক্ষ প্রথমে ডানে ঝুঁকে পড়ে ফলে ডান দিকের শিকড় মাটি থেকে পৃথক হয়ে গেল। দ্বিতীয়বার বাম দিকে ঝুঁকে পড়ে পলে বাম দিকের শিকড় মাটি থেকে উঠে যায়। তারপর বৃক্ষটি সােজা


হয়ে দাঁড়িয়ে নবী করিম (ﷺ)’র নিকট এসে গেল। নবী করিম (ﷺ) বললেন, بما شهدین یا شجرة হে বৃক্ষ! তুমি কি সাক্ষ্য দিবে? তখন বৃক্ষ বলল اشهد ان لا اله الا اللّٰه وانك رسول اللّٰه আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আর আপনি আল্লাহর রাসূল। রাসূল (ﷺ) বললেন, তুমি সত্য বলেছ। গ্রাম্য লােকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি বৃক্ষটিকে তার স্থানে চলে যেতে বলুন। তিনি বললেন, তুমি তােমার স্থানে চলে যাও এবং যেরকম ছিলে সেরকম হয়ে যাও। সাথে সাথে বৃক্ষ চলে গেল এবং শিকড়ের উপর শক্ত হয়ে গেল। তখন গ্রাম্য লােকটি বলল, আমি আমার পরিবারে যাচ্ছি, তাদের এই অলৌকিক মু'জিযা শুনিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে নিয়ে আসতেছে।১৭১


১৭১. ইমাম সুয়ূতী, জালাজ উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১ হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খন্ড ২য় পৃ:৫৯)।

+++++++

বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক,জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া,ষােলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন