নবীজির মু'জিযা
(২৬)
-----------
চুল সাদা না হওয়া
--------------
❏ ইমাম বুখারী (তারীখ গ্রন্থে) ও ইমাম বায়হাকী (رحمة الله) ইউনুস ইবনে মুহাম্মদ ইবনে আনাস (رضي الله عنه) থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, রাসূল (ﷺ) যখন মদীনা মুনাওয়ারায় আগমন করেন তখন আমি দু’সপ্তাহের শিশু ছিলাম। আমাকে তাঁর কাছে আনা হলে তিনি তাঁর হাত মােবারক আমার মাথায় রেখে আমার জন্য বরকতের দোয়া করে বলেন, আমার নামে এর নাম রাখ তবে আমার উপনাম রেখােনা। তিনি বিদায় হজ্বে যখন এসেছিলেন তখন আমার বয়স হয়েছিল দশ বছর।
হযরত ইউনুস (رحمة الله) বলেন, আমার পিতা এত বয়স পেয়েছিলেন যে, তার সব মাথার চুল সাদা হয়ে গিয়েছিল তবে যে স্থানে রাসূল হাত মােবারক রেখেছিলেন সে স্থানে ও তার দাঁড়ি সাদা হয়নি। ●৩৪৫
_____________________________
345.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১৩৮ ও ইউসূফ নাবহানী (رحمة الله) (১৩৫০হি.), হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, উর্দু, গুজরাট, খণ্ড:১ম পৃ:৭০০}
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
(২৬)
-----------
চুল সাদা না হওয়া
--------------
❏ ইমাম বুখারী (তারীখ গ্রন্থে) ও ইমাম বায়হাকী (رحمة الله) ইউনুস ইবনে মুহাম্মদ ইবনে আনাস (رضي الله عنه) থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, রাসূল (ﷺ) যখন মদীনা মুনাওয়ারায় আগমন করেন তখন আমি দু’সপ্তাহের শিশু ছিলাম। আমাকে তাঁর কাছে আনা হলে তিনি তাঁর হাত মােবারক আমার মাথায় রেখে আমার জন্য বরকতের দোয়া করে বলেন, আমার নামে এর নাম রাখ তবে আমার উপনাম রেখােনা। তিনি বিদায় হজ্বে যখন এসেছিলেন তখন আমার বয়স হয়েছিল দশ বছর।
হযরত ইউনুস (رحمة الله) বলেন, আমার পিতা এত বয়স পেয়েছিলেন যে, তার সব মাথার চুল সাদা হয়ে গিয়েছিল তবে যে স্থানে রাসূল হাত মােবারক রেখেছিলেন সে স্থানে ও তার দাঁড়ি সাদা হয়নি। ●৩৪৫
_____________________________
345.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:২য় পৃ:১৩৮ ও ইউসূফ নাবহানী (رحمة الله) (১৩৫০হি.), হুজ্জাতুল্লাহি আলাল আলামীন, উর্দু, গুজরাট, খণ্ড:১ম পৃ:৭০০}
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
একটি মন্তব্য পোস্ট করুন