মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(২৭)
------------------
খেজুর বৃক্ষের শাখা হয়ে তরবারী
---------------
❏ ইমাম আব্দুর রাজ্জাক  (رحمة الله) সাঈদ ইবনে আব্দুর রহমান থেকে তিনি তাঁর মাশায়েখগণ থেকে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ (رضي الله عنه) উহুদ যুদ্ধের দিন নবী করিম (ﷺ) এর নিকট আসেন। তাঁর তরবারী নষ্ট হয়ে গিয়েছিল। হুযূর আগে তাকে খেজুর বৃক্ষের একটি শাখা দিলেন। ঐ শাখাটি হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতে গিয়ে তরবারী হয়ে গেল। হাদিসখানা ইমাম বায়হাকী বর্ণনা করেন। ●৩৪২

_____________________________

342.{ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৩৫৯}






হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন