নবীজির মু'জিযা
**********
পানির গুণাবলী পরিবর্তন হওয়া :
-------------
হযরত যুবাইর ইবনে বাক্কার (র.) মুহাম্মদ ইবনে ইব্রাহীম (রা.) থেকে বর্ণনা করেন, "যী কারদ" যুদ্ধের সময় রাসূল ﷺ 'বীসান'' নামক কূপের পাশ দিয়ে গমণ করছিলেন ।
তিনি এই কুপ সম্পর্কে জানতে চাইলে বলা হল ইয়া রাসূলাল্লাহ : এই কূপের নাম ‘বীসান এবং এর পানি লবণাক্ত। তিনি বললেন, না, এর নাম 'নুমান' আর এর পানি পবিত্র। নবী করিম ﷺ এই কূপের নাম পরিবর্তন করে দিলেন আর আল্লাহ তায়ালা এর পানিকে পরিবর্তন মিষ্টি করে দেন। পরে কূপটি হযরত তালহা (রা.) ক্রয় করে সদকা করে দেন।
(ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী (র) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড-১ম, পৃ:৪১৬,বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ,পৃ:- ৯৩)।
- (১৯)
**********
পানির গুণাবলী পরিবর্তন হওয়া :
-------------
হযরত যুবাইর ইবনে বাক্কার (র.) মুহাম্মদ ইবনে ইব্রাহীম (রা.) থেকে বর্ণনা করেন, "যী কারদ" যুদ্ধের সময় রাসূল ﷺ 'বীসান'' নামক কূপের পাশ দিয়ে গমণ করছিলেন ।
তিনি এই কুপ সম্পর্কে জানতে চাইলে বলা হল ইয়া রাসূলাল্লাহ : এই কূপের নাম ‘বীসান এবং এর পানি লবণাক্ত। তিনি বললেন, না, এর নাম 'নুমান' আর এর পানি পবিত্র। নবী করিম ﷺ এই কূপের নাম পরিবর্তন করে দিলেন আর আল্লাহ তায়ালা এর পানিকে পরিবর্তন মিষ্টি করে দেন। পরে কূপটি হযরত তালহা (রা.) ক্রয় করে সদকা করে দেন।
(ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী (র) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড-১ম, পৃ:৪১৬,বিষয় ভিত্তিক মু'জিযাতুর রাসূল ﷺ,পৃ:- ৯৩)।
একটি মন্তব্য পোস্ট করুন