মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(২২)
------------
অল্প পানিতে আশিজনের অজু


❏ হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নামাযের সময় উপস্থিত হলে যাঁদের বাড়ী নিকটে ছিল তারা অজু করার জন্য বাড়ী চলে গেলেন। আর কিছু লােক রয়ে গেলেন তাঁদের অজুর কোন ব্যবস্থা ছিলনা। তখন রাসূল (ﷺ)র জন্য একটি পাথরের পাত্রে করে সামান্য পানি আনা হল। পাত্রটি এত ছােট ছিল যে, এর মধ্যে তাঁর হাতের তালু মেলে দেওয়াও সম্ভব ছিলনা। এই পাত্রে তিনি হাত মােবারক প্রবেশ করলে আঙ্গুল মােবারক থেকে এমনভাবে পানি প্রবাহিত হতে লাগল যা থেকেই কওমের সকল লােক অজু করলেন। আমরা জিজ্ঞাসা করলাম- আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আশিজন বা আরাে

বেশী। ●৩৫৫

_____________________________

355.{ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী  (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:৩২}

 +++++++++++

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন