নবীজির মু'জিযা
(২৩)
--------------
আঙ্গুল মােবারক হল পানির ঝর্ণা
❏ হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করিম এর এক পাত্র পানি চাইলেন। একটি বড় পাত্র তাঁর কাছে আনা হল, তাতে সামান্য পানি ছিল। অতঃপর তিনি তার মধ্যে তাঁর আঙ্গুল মােবারক রাখলেন। হযরত আনাস (رضي الله عنه) বলেন, আমি পানির দিকে তাকিয়ে দেখলাম, তাঁর আঙ্গুলের মাঝখান থেকে পানি উথলে উঠতে লাগল। হযরত আনাস (رضي الله عنه) বলেন, যারা অজু করেছিল, আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল সত্তর থেকে আশিজন। ●৩৫৪
_____________________________
354.{ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:৩৩}
++++++++++++++
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
(২৩)
--------------
আঙ্গুল মােবারক হল পানির ঝর্ণা
❏ হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করিম এর এক পাত্র পানি চাইলেন। একটি বড় পাত্র তাঁর কাছে আনা হল, তাতে সামান্য পানি ছিল। অতঃপর তিনি তার মধ্যে তাঁর আঙ্গুল মােবারক রাখলেন। হযরত আনাস (رضي الله عنه) বলেন, আমি পানির দিকে তাকিয়ে দেখলাম, তাঁর আঙ্গুলের মাঝখান থেকে পানি উথলে উঠতে লাগল। হযরত আনাস (رضي الله عنه) বলেন, যারা অজু করেছিল, আমি অনুমান করলাম তাদের সংখ্যা ছিল সত্তর থেকে আশিজন। ●৩৫৪
_____________________________
354.{ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (رحمة الله) (২৫৬হি.), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:৩৩}
++++++++++++++
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
একটি মন্তব্য পোস্ট করুন