মু'জিযাতুর রসূল ﷺ

নবীজির মু'জিযা
(২১)
-------------

অল্প খাবারে ৭২ জন তৃপ্ত হয়ে খাওয়া-


❏ ইমাম আবু নঈম ও ইবনে আসাকের  (رحمة الله) হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন যয়নাব বিনতে জাহাশ (رضي الله عنه) কে বিবাহ করেন তখন আমার মা আমাকে বললেন, হে আনাস! নবী করিম " শাদী করেছেন এবং সকাল হয়েছে আমার মনে হয় তাঁর কাছে কোন খাবার নাই। তুমি ঘরে যে খেজুর ও ঘি আছে তা নিয়ে এসাে। আমি গিয়ে তা আনলাম। খেজুর গুলাের স্বাদ পর্যন্ত পরিবর্তন হয়ে গিয়েছিল।

আমার মা তা দিয়ে হীস’ তৈরী করে দিয়ে আমাকে বলেন, এগুলাে রাসূল (ﷺ) ও তাঁর বিবির কাছে নিয়ে যাও। পাথরের একটি পাত্রে করে ‘হীস’ আমি তাঁর কাছে নিয়ে

গেলাম। তিনি বললেন, এগুলােকে ঘরের এক কোণে রেখে দাও। আর তুমি গিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলীসহ অন্যান্য সাহাবাদের ডেকে নিয়ে এসাে। আর মসজিদে যারা আছে, রাস্তায় যাদেরকে পাও সবাই ডেকে নিয়ে এসাে। খাবারের স্বল্পতা ও লােকের আধিক্যতা আমাকে আশ্চার্য করে দিল। অতঃপর আমি সবাইকে ডেকে আনলাম। এত পরিমাণ লােক হল যে, হুজরা ও ঘর সব পূর্ণ হয়ে গেল।

তারপর তিনি বললেন, আনাস! ঐ খাবার নিয়ে এসাে। আমি খাবার পাত্রটি নিয়ে আসলাম। এতে তিনি তাঁর তিনটি আঙ্গুল মােবারক প্রবেশ করে দিলে এ খাবার পাত্রে উচু হয়ে বাড়তে লাগল আর লােকেরা তা হতে খেতে লাগল। সবাই খেয়ে অবসর নিলে দেখি পাত্রে ততটুকু খাবার রয়ে গেল যতটুকু প্রথমে ছিল। রাসূল (ﷺ) বললেন, এই খাবার যয়নবের সামনে রেখে এসাে। হযরত সাবিত (رضي الله عنه) বলেন, আমি হজরত আনাস (رضي الله عنه) কে জিজ্ঞেস করলাম, এই খাবার কতজনে খেয়েছিলেন? তিনি বললেন, বাহাত্তোর জনে। ●৩৫৬

_____________________________

356.{ ইমাম সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ুতী  (رحمة الله) (৯১১হি.), আল খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৭৭}

++++++++++++

হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান

Post a Comment

নবীনতর পূর্বতন