মহিলা ব্যবসায়ী মজলিশ!

 

মহিলা ব্যবসায়ী মজলিশ! 

প্রিয় ইসলামী বােনেরা! এটাই বাস্তবতা যে, যা আমরা দুনিয়ায় জমা করে রেখেছি তা এখানেই রয়ে যাবে, তাই নিজের মন থেকে দুনিয়া ভালবাসা বের করতে এবং হালাল রিযিকে বরকত পেতে সামর্থ্য অনুযায়ী সদকা ও খয়রাত করার অভ্যাস গড়ন, اِنۡ شَاءَ اللّٰه عَزّ وَجَلَّ এর বরকতে ধন সম্পদের ভালবাসা মন থেকে বের হয়ে যাবে। তাছাড়া অধিক উপার্জনের লালসায় হালাল ও হারামের পার্থক্য ভূলে হারাম পদ্ধতিতে উপার্জনকৃত সম্পদ দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণও হতে পারে। ইসলাম তার অনুসারীদেরকে ব্যবসার প্রকাশ বিধান প্রদান করেছে, কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে ইলমে দ্বীন থেকে দূরত্ব এবং দুনিয়ার চাকচিক্য বর্তমান সময়ের মুসলমানদের সুন্দর বিধানাবলীর প্রতি আমল করা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাই আশিকানে রাসুলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর অধীনে “মহিলা ব্যবসায়ী মজলিশ” প্রতিষ্ঠা করা হয়েছে, যার কাজ ব্যবসায়ী মহলের সাথে সম্পৃক্ত ইসলামী বােনদের ব্যবসা সম্পৰ্কীত ইসলামী শিক্ষার আলােকে আলােকিত করা, তাদের মাঝে দাওয়াতে ইসলামীর বার্তাকে প্রসার করা এবং তাদেরকে দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত করে এই মাদানী উদ্দেশ্য “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশােধনের চেষ্টা করতে হবে اِنۡ شَاءَ اللّٰه عَزّ وَجَلَّ” এই অনুযায়ী জীবন অতিবাহিত করার মাদানী মানসিকতা বানানাে। 

আল্লাহর দয়া হয় যেনাে এই ধরাতে হে দাওয়াতে ইসলামী তােমার সাড়া পড়ে যাক! 

আল্লাহ তায়ালা আমাদের অন্তর থেকে দুনিয়ার ভালবাসা দূর করে দিন এবং তাঁর এবং তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর ভালবাসা দান করুন। 

اٰمِيۡن بِجَا هِ النَّبِيِّ الۡاَمين صَلَّى اللّٰهُ عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم


صَلُّوۡا عَلَى الۡحَبِيۡب

صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلٰى مُحَمَّد 


 প্রিয় ইসলামী বােনেরা! আজকের বয়ানে আমরা শুনলাম যে, 

* দুনিয়ার ভালবাসা হঠাৎ মুত্যুর কারণ হয়ে থাকে।

* দুনিয়ার ভালবাসা গুনাহে লিপ্ত করে দেয়। 

* দুনিয়া হচ্ছে অভিশপ্ত শয়তানের মেয়ে।  

* দুনিয়ার ভালবাসা মৃত্যু, কবর ও আখিরাতের প্রস্তুতি থেকে উদাসিন করে দেয়। * দুনিয়ার ভালবাসা উন্নত পােষাক, উত্তম খাবার এবং আলিশান বাড়ির আকাঙ্ক্ষার কারণ হয়। 

* দুনিয়ার ভালবাসা ধন সম্পদ অর্জন করার লােভ সৃষ্টি হয়। 

* দুনিয়ার ভালবাসা মনের মাঝে ঘর করা যেনাে শয়তানের ফাঁদে ফেঁসে যাওয়া। 

* দুনিয়ার ভালবাসা পােষনকারীদেরকে আখিরাতে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 

* দুনিয়ার ভালবাসা থেকে আল্লাহ ওয়ালারা সর্বদা দূরত্ব বজায় রাখে। 

করলে তাওবা রব কি রহমত হে বড়ি 

কবর মে ওয়ার না সাজা হােগী কড়ী 

(ওয়াসায়িলে বখশীশ, ৭১২ পৃষ্ঠা)

 প্রিয় ইসলামী বােনেরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। মদীনার তাজেদার, হুযুরে আনওয়ার  صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলাে সে (মূলত) আমাকে ভালবাসলাে আর যে আমাকে ভালবাসলাে সে আমার সাথে জান্নাতে থাকবে।” (মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫) 

_______________

কিতাব : দুনিয়া আমাদেরকে কি দিয়েছে

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)



Post a Comment

নবীনতর পূর্বতন