প্রশ্ন: আকিকার সময় বাচ্চার মাথা মুন্ডানাের পর জানতে পারল তার মাথার জাফরান মালিশ করা উচিত তখন কি করবে?
উত্তর: আপনি ঠিক শুনেছেন হযরত সায়্যিদুনা আবু বুরাইদা رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُ থেকে বর্ণিত জাহেলি যুগে যদি আমাদের কারাে সন্তান জন্ম লাভ করতাে তখন ছাগল জবাই করে তার রক্ত ঐ সন্তানের মাথায় মালিশ করা হতাে। অতঃপর যখন ইসলামী যুগ আসলাে, তখন আমরা ছাগল জবাই করি, আর বাচ্চার মাথা মুন্ডায় এবং মাথায় জাফরান মালিশ করি।
(আবু দাউদ শরীফ, ৩য় খন্ড, ১৪৪ পৃষ্ঠা, হাদীস নং- ২৮৪৩) |
মাথায় জাফরান লাগানাের পদ্ধতি
সামান্য জাফরান প্রয়ােজন মত পানিতে ভিজিয়ে রাখুন, যখন নরম হয়ে যাবে, তখন পানিতে ভালভাবে মিশিয়ে নিন এবং বাচ্চার মুন্ডানাে মাথায় লাগিয়ে দিন।
____________
আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন