ছেলে-মেয়ে জন্ম লাভের পর তার কানে কখন এবং কতবার আযান দিতে হবে? কোন দিন তার নাম রাখবে? এবং মাথার চুল কোন দিন মুন্ডাবে? দয়া করে জানাবেন?

 

প্রশ্ন: ছেলে-মেয়ে জন্ম লাভের পর তার কানে কখন এবং কতবার আযান দিতে হবে? কোন দিন তার নাম রাখবে? এবং মাথার চুল কোন দিন মুন্ডাবে? দয়া করে জানাবেন?

 উত্তর: যখন বাচ্চা জন্ম লাভ করে তখন মুস্তাহাব হচ্ছে তার কানে আযান এবং ইকামত দেয়া, আযান দেয়ার ফলে اِنۡ شَاءَ اللّٰه عَزّ وَجَلَّ সমস্ত বিপদ-আপদ দূরিভূত হয়ে যাবে। ইমামে আলী মকাম হযরত সায়্যিদুনা ইমাম হােসাইন  رَضِيَ اللّٰهُ  تَعَالٰی عَنۡهُ থেকে বর্ণিত; মদীনার  সুলতান, রহমতে আলামিয়ান, মাহবুবে রহমান صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم ইরশাদ করেছেন: “কারাে ঘরে সন্তান জন্মলাভ করলে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত প্রদান করবে, যার ফলে সন্তান اُمُّ الصُّبۡیان (তথা মৃগী রােগ) থেকে সুরক্ষিত থাকবে। (মুসনাদে আবি ইয়ালা, ৬ষ্ঠ খন্ড, ৩২ পৃষ্ঠা, হাদীস নং- ৬৭৪৭) 


 "اُمُّ الصُّبۡیان"  সম্পর্কে আশিকদের ইমাম, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শময়ে রিসালাত, আশিকে মাহে নবুয়্যত, মাওলানা শাহ্ ইমাম আহমদ রযা খান  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: "اُمُّ الصُّبۡیان" তথা “মৃগী” খুব নিকৃষ্ট একটি কঠিন রােগ। যদি বাচ্চাদের হয় তাকে "اُمُّ الصُّبۡیان" বলে নতুবা মৃগী। (মলফুযাতে আ'লা হযরত, ৪১৭ পৃষ্ঠা)


 নুজহাতিল ক্বারীতে বর্ণিত রয়েছে: "اُمُّ الصُّبۡیان" মৃগী অর্থ বেহুশ হয়ে পড়ে যাওয়া, এটা কখনাে পিত্ত, রক্ত, কফ এবং রক্তের মত কালাে কফের ত্রুটির কারণে হয়ে থাকে। যাকে মৃগী বলা হয়, কখনাে জ্বীন অথবা মন্দ শয়তান এর প্রভাবে হয়ে থাকে। (নুজহাতুল ক্বারী, ৫ম খন্ড, ৪৮৯ পৃষ্ঠা) 

আমার আক্বা আ’লা হযরত ইমাম আহমদ রযা খান  رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন: সন্তান জন্ম গ্রহণ করার সাথে সাথে ডান কানে আযান বাম কানে ইকামত প্রদান করবেন যাতে সন্তান শয়তানের ধােকা এবং "اُمُّ الصُّبۡیان" থেকে রক্ষা পায়। (ফতওয়ায়ে রযবীয়া শরীফ, ২৪তম খন্ড, ৪৫২ পৃষ্ঠা) 

উত্তম হচ্ছে, ডান কানে চারবার আযান এবং বাম কানে তিনবার ইকামত প্রদান করা। (আযান ও ইকামত একবার দিলেও কোন অসুবিধা নেই) সপ্তম দিন তার নাম রাখা, মাথা মুন্ডানাে, মাথা মুন্ডানাের সময় আকিকা করা এবং চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা সদকা করা যাবে। (বাহারে শরীয়াত, ৩য় খন্ড, ৩৫৫ পৃষ্ঠা) 

প্রশ্ন: আপনি এখন বলেছেন যে, সপ্তম দিন নাম রাখতে হবে,যদি কেউ প্রথম অথবা দ্বিতীয় দিন নাম রাখে তাতে কোন অসুবিধা হবে কিনা? 

উত্তর: কোন অসুবিধা নেই।  

____________

আকিকা সম্পর্কিত প্রশ্নোত্তর

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন