ছাহাবায়ে কেরাম সম্পর্কে
তাদের মতে ছাহাবায়ে কেরাম (رضي الله عنه) কবীরা গোনাহ ও কুফরী করেছেন। তারা হযরত ওছমান (رضي الله عنه)-কে কাফের ও মুরতাদ মনে করত এবং তাকে হত্যাকারীদের প্রশংসা করত। যেমন তারা হযরত আলী (رضي الله عنه), হযরত মু‘আবিয়া (رضي الله عنه), হযরত আমর ইবনুল আছ (رضي الله عنه), হযরত আবু মূসা আশ‘আরী (رضي الله عنه) সহ যে সকল ছাহাবী শালিস নিয়োগ করাকে সমর্থন করেছেন তাদেরকে কাফের ও মুরতাদ ঘোষণা করতঃ তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিল।
আহলুস্ সুন্নাহর আক্বীদা : ছাহাবায়ে কেরাম সম্পর্কে খারেজীদের যে আক্বীদা তা স্পষ্টত ফাসেকী। কেননা, ‘আল্লাহ তাদের উপর সন্তষ্ট তারাও তাঁর উপর সন্তুষ্ট’
[সূত্রঃ মায়েদা ৫/১১৯]।
রাসূল (صلى الله عليه و آله و سلم) বলেছেন, ‘তোমরা আমার ছাহাবীগণকে গালি দিও না। সেই সত্ত্বার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে তবুও তা তাদের এক অঞ্জলি বা অর্ধাঞ্জলি দানের সমতুল্য হবে না।
_________________
কিতাবুল ফিতান ও অভিশপ্ত খারেজী সম্প্রদায়
সংকলকঃ মাসুম বিল্লাহ সানি
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন