কুকুরের কাজ

 

কুকুরের কাজ



বনের ধারে ঘর । সেইখানে থাকে এক বৃদ্ধ । একদিন এক কুকুর সেই লোকটিকে ভীষণভাবে কামড়ে দিল । কুকুরের কামড়ের যন্ত্রণায় সারারাত তিনি ছটফট করতে লাগলেন । ব্যথায় শরীরে জ্বর এসে গেল ।


সেই লোকের একটি ছোট মেয়ে ছিল।


সকালবেলা সক শুনে মেয়েটি বাবাকে বলল কুকুর তোমাকে কামড়েছে? তোমার কি দাত নেই? তুমি কেন কুকুরকে কামড়ালে না?


মেয়ের কথা শুনে হো হো করে হেসে উঠল বাবা ।


কুকুরের চেয়ে আমার গায়ে শক্তি অনেক বেশি । কুকুর আমাকে কামড়েছে, তাই বলে কুকুরকে কামড়ানো আমার শোভা পায় না।


ছোটলোকের সঙ্গে কখনও ছোটলোকি করতে নেই। কুকুর কুকুরের কাজ করেছে।আমি তো আর কুকুর নই। আমি কেন কুকুরের কাজ করতে যাব?

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন