হামযাদ কাকে বলে

 

হামযাদ কাকে বলে


মিরকাত এবং আশিয়াতুল লুমআতে রয়েছে যে, যখনই মানুষের সন্তান জন্ম হয়, তখন ইবলিসেরও একটি সন্তানজন্ম হয়, যাকে ফার্সি ভাষায় হামযাদ এবং আরবীতে ওয়াসওয়াস বলে। (আশিয়াতুল লুমআত, ১ম খন্ড, ৮৭ পৃষ্ঠা। মিরকাত, ১ম খন্ড, ২৪৪ পৃষ্ঠা। মিরআত, ১ম খন্ড, ৮৩ পৃষ্ঠা)

*প্রিয় নবী (ﷺ) এর হামযাদ মুসলমান হয়ে গিয়েছিলো

  হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু)  থেকে বর্ণিত যে, মদীনার তাজেদার  َইরশাদ করেন: তোমাদের মধ্যে এমন কেউ নেই, যার সাথে একজন সাথী জ্বিন (শয়তান) এবং একজন সাথী ফিরিশতা নাই। লোকেরা জিজ্ঞাসা করলো: ইয়া রাসূলাল্লাহ  َআপনার সাথেও কি রয়েছে? ইরশাদ হলো: আমার সাথেও, কিন্তু আল্লাহ তায়ালা আমাকে তার ব্যাপারে সহায়তা করেছেন, যার কারণে সেই শয়তান মুসলমান হয়ে গেছে, এখন সে আমাকে কল্যাণের পরামর্শই দেয়। (সহীহ মুসলিম, ১৫১২ পৃষ্ঠা, হাদীস নং- ২৭১৪)।



সবার সাথেই একজন শয়তান থাকেই



প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা মনে রাখবেন যে, শুধু প্রিয় নবী, রাসূলে আরবী (ﷺ)َএর হামযাদই মুসলমান হয়েছিলো,অবশিষ্ট সবার “হামযাদ” অকাট্য কাফের। যাইহোক আমাদের সাথে এমন এক শয়তান নিযুক্ত আছে, যে কট্টর কাফের এবং আমাদের কুমন্ত্রণা প্রদান করে আর সর্বদা আমাদের বিরোধীতা ও শত্রুতায় লিপ্ত রয়েছে।



মুঝে নফসে জালিম পে দেয় জিয়ে গালিব


হো না কাম হামযাদ ইয়া গউসে আযম।


(ওয়াসায়িলে বখশীশ, ২৯৭ পৃষ্ঠা)



صَلُّوْ عَلَيْ الْحَبِيْب صَلَّي الله عَلَيْ مُحَمَّد (ﷺ)

_____________

কিতাব: ওয়াসওয়াসা এবং এর প্রতিকার

লেখক: আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন