বুদ্ধিমান মন্ত্রী

 

বুদ্ধিমান মন্ত্রী


এই গল্পটি ইরান দেশের ।


সেখানকার এক বাদশাহ, নাম তার ফরিদ । বাদশাহ'র ছিল অতি বিচক্ষণ এক মন্ত্রী । খুবই জ্ঞানী লোক।তার দূরদর্শিতা ছিল অসাধারণ।বাদশাহ তাকে ভালোও বাসতেন খুব । রাজ্যের যে-কোনো বিপদ-আপদে এই মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন ।


একদিন এক ব্যক্তি বাদশাহ'র কাছে গিয়ে গোপনে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করল ॥


হুজুর, আপনার প্রিয় এই মন্ত্রী ভিতরে ভিতরে আপনার শক্র। তিনি বহুলোককে রাজকোষ থেকে টাকা ধার দিয়েছেন। শর্ত একটাই আপনার মৃত্যুর পরে এই টাকা শোধ দিতে হবে । তিনি চান না যে আপনি দীর্ঘজীবী হোন । আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার হাতে অনেক অনেক টাকাপয়সা

আসবে । কী ভয়ংকর চক্রান্ত বাদশাহ আপনি একবার ভেবে দেখুন ।


বাদশাহ এই কথা শুনে মন্ত্রীর প্রতি অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হলেন।সময়মতো একদিন তিনি তাকে বললেন। 

মন্ত্রী, এ কী কথা শুনতে পাচ্ছি? লোকজনদের টাকা ধার দিচ্ছেন অন্যরকম শর্তে, এর উদ্দেশ্য কী? আমি বেঁচে থাকতে আপনি এই টাকা ফেরত নেবেন না, স্পষ্ট বোঝা যাচ্ছে আমার মৃত্যুতেই আপনার যথেষ্ট লাভ । আপনাকে আমি আমার আন্তরিক বন্ধু বলেই জানি।কিন্তু আপনার এ কেমন শক্রর মতো আচরণ?


মন্ত্রী তখন বাদশাহ'র সামনে আভূমি কুর্নিশ করল ।


জাঁহাপনা, আপনি যখন জিজ্ঞেস করলেন তখন আপনাকে সব কথা পরিষ্কারভাবে বলা উচিত। কিছুই গোপন করা উচিত নয় । আমি চাই সমস্ত লোকই আপনার মঙ্গল কামনা করুক। কিন্তু যারা আপনার শক্রপক্ষ, আপনার বিরুদ্ধে কথা বলে,আমি শুধু তাদেরকেই শর্তসাপেক্ষে টাকা দিয়েছি। শর্তটি হচ্ছে আপনার মৃত্যু না-হলে টাকা ফেরত দিতে হবে না।



জাহাপনা, আপনি নিশ্চয়ই জানেন, টাকা ধার নিয়ে সহজে সেটা কেউ ফেরত দিতে চায় না। সুতরাং আপনার বিরুদ্ধ পক্ষ সারাক্ষণই কামনা করবে-যাতে আপনার মৃত্যু না হয়। যাতে আপনি সুদীর্ঘ জীবন লাভ করতে পারেন । টাকার মমতাতেই তারা আপনার পূর্ণ স্বাস্থ্য ও সুদীর্ঘ জীবন

কামনা করবে ।


বাদশাহ উত্তর শুনে খুবই সক্তুষ্ট হলেন । মন্ত্রীর বুদ্ধির তারিফ করতে লাগলেন । তাকে যথেষ্ট পুরস্কার প্রদান করলেন । আর মন্ত্রীর বিরুদ্ধে যে লোকটা বদনাম করেছে তাকে শান্তি দিতেও ভুললেন না।

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন