জানাযার সময় কখন সালাম ফিরাবে?

জানাযার সময় কখন সালাম ফিরাবে?

প্রশ্ন : জানাযা নামাযে চার তাকবীরের শেষে সালাম ফেরানাের সময় ডান দিকে ফিরলে ডান হাত ছেড়ে দিতে হয় আর বাম দিকে ফিরলে বাম হাত ছেড়ে দিতে হয় - এ রকম নিয়ম আছে কি? আর হাত না ছাড়লে জানাযা নামায সহীহ হবে কিনা বা কোন গুনাহ্ হবে কিনা হাত না ছাড়লে? দয়া করে জানাবেন।

উত্তর : জানাযার নামাযে চতুর্থ তাকবীর বলার পর কোন দু'আ পড়া ছাড়া দুই হাত ছেড়ে সালাম ফিরাবে। (ফতােয়ায়ে আমজাদীয়া ইত্যাদি)। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৯৭-২৯৮)।

উত্তর দিয়েছেন :-  মুফতি অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)

Post a Comment

নবীনতর পূর্বতন