উম্মতের দরূদ স্বয়ং নিজে শুনেন
হাদীস শরীফে বর্ণিত আছে। কোন এক সাহাবী রাসূলুল্লাহ! (ﷺ) এর পবিত্র দরবারে আরজ করলেন। হে আল্লাহর রাসূল ঐ সব ব্যক্তির দরূদ শরীফ সম্বন্ধে বলুন যারা আপনার কাছ থেকে অনুপস্থিত বা দূরে অবস্থান করে। অর্থাৎ আপনার পবিত্র জীবদ্ধশায় আপনার প্রতি দরূদ প্রেরণ করবে এবং ভবিষ্যতে ওফাত শরীফের পরও দরূদ প্রেরণ করবে। আপনার নিকট এ দু-দলের কী অবস্থা হবে? তদুওরে প্রিয় নবী (ﷺ) বললেন,
اسمع صلوت اهل محبتى واعرفهم وتعرض على صلو غيرهم عرضا
অর্থাৎ আমার প্রতি মুহাব্বাত ও ভালবাসা সম্পন্নদের দরূদ শরীফ কোন প্রকার মাধ্যম ছাড়াই আমি স্বয়ং শ্রবণ করি এবং তাদেরকে আমি চিনি। এছাড়া অন্যান্যদের দরূদ ফিরিশতাদের মাধ্যমে আমার নিকট পেশ করা হয়। [দালায়েলুল খাইরাত]।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন