মসজিদে প্রবেশ করতেও দরূদ
হযরত সাহল (রা.) বলেন, আমি নবীজী (ﷺ) কে সালাম করার জন্য আসলাম। তখন হাসান ইবনে আলী (রা.) নবীজী (ﷺ) এর পাশের ঘরে রাত্রের খাবার গ্রহণ করছিলেন। তিনি আমাকে ডাকলেন। আমি সাড়া দিলাম। তিনি বললেন, আসুন যাতে আমার সাথে নৈশ্যভোজে অংশ নিতে পারেন। আমি বললাম, জি না আমার প্রয়োজন নেই। তিনি জিজ্ঞাসা করলেন তাহলে কেন দাড়িয়ে আছেন? আমি বললাম- وقفت اسلم على النيى صلى الله عليه وسلم
অর্থাৎ, আমি নবী করীম (ﷺ) কে সালাম করার জন্য দাড়িয়ে অপেক্ষা করছি। তিনি বললেন- اذا دخلت المسجد فسلم عليه যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তাকে সালাম করবে। এই হাদিস দ্বারা প্রমান পাওয়া যায় যে, মসজিদে প্রবেশ কালেও রাসূল (ﷺ) কে সালাম প্রদান করা জরুরি। শুধু এখানেই সমাপ্ত নয় অন্য হাদীসে বলা হচ্ছে,
عن على بن ابى طلب (رض) قال اذامرتم با المسجد فصلوا على النبى صلى الله عليه وسلم (فضل الصلواة على النبي)
অর্থাৎ, হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) থেকে বর্ণীত, তিনি বলেন, যখন তোমরা মসজিদের পাশ দিয়ে যাবে। তখন নবীজী (ﷺ) এর উপর দরূদ শরীফ পাঠ করবে।
(ইমাম আবু ইসহাক কর্তৃক, ফাদ্বলুস সালাত- পৃষ্টা: ৭৯)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন