আল্লাহ আল্লাহ উচ্চারণের মাধ্যমে জিকির
মহান স্রষ্টার নাম 'আল্লাহ আল্লাহ' উচ্চরণের মাধ্যমে কিংবা আল্লাহর কোন গুনবাচক নামের জিকির করা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন মহন আল্লাহ তা'লা এরশাদ করেন,
واگر اسم ربك
-"তােমার রবের নাম জিকির বা স্বরণ কর।" (সূরা মুয্যাম্মিল: ৮ নং আয়াত)
অনুরুপ অপর আয়াতে আল্লাহ তা'লা বলেছেন:
واذكر اسم ربك بكرة وأصيلا
সকাল সন্ধ্যা তােমার রবের নাম জিকির বা স্বরণ কর।" (সূরা ইনছান: ২৫ নং আয়াত)
অনুরুপ অপর আয়াতে আল্লাহ তা'লা আরাে বলেন:
وكر اسم ربه فصلی
-"রবের নামের জিকির কর অত: পর সালাত আদায় কর।" (সূরা আ'লা: ১৫ নং আয়াত)
- উল্লেখিত আয়াত গুলােতে স্পষ্ট বলা আছে আল্লাহর নাম জিকির বা স্বরণ কর।"অতএব, মহান আল্লাহ তা'লার যে কোন নাম নিয়ে তাকে স্বরণ করা পবিত্র কোরআনের নির্দেশ। এ বিষয়ে আরেকটি আয়াত উল্লেখ করা যায়,
- ويله الأسماء الحسنی فادعوه بها
-"আর আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নামসমূহ তােমরা সেগুলাে দ্বারা তাকে ডাক।" (সূরা আরাফ: ১৮০ নং আয়াত)
এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, আল্লাহ তা'লার নাম নিয়ে তাকে ডাকা কোরআন দ্বারা সমর্থিত। আল্লাহ আল্লাহ ' নামের জিকির সম্পর্কে ছহীহ হাদিসে বর্ণিত আছে। যেমন নিচের হাদিস গুলো লক্ষ্য করুন,
حدثنا إسحاق بن إبراهيم الأبري ، عن عبد الرزاق ، عن معمر ، عن ثابت ، عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة على أحد يقول: الله الله
-"হযরত আনাস (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কেয়ামত ততক্ষন পর্যন্ত সংগঠিত হবেনা যতক্ষন সে (একজন ব্যক্তি) আল্লাহ- আল্লাহ ' বলবে।
(ছহীহ মুসলীম, হাদিস নং ৩৯২ ও ৩৯৩ ; মুস্তাখরাজে আবী আওয়ানা, হাদিস নং ২৯৩ ; মুসনাদে আহমদ, হাদিস নং ১২০৪৩ ও ১২৬৬০ ; তিরমিজি শরীফ, হাদিস নং ২২০৭ ; ইমাম। নুয়াইম বিন হাম্মাদ আল ফিতান, হাদিস নং ১৮০৪ ; মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ৩৫২৬ মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৯২৩ ; মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৮৫১৩)
হাদিসটি আরেকজন সাহাবী থেকেও ছহীহ সূত্রে বর্ণিত আছে,
أخبرنا أحمد بن عبيد الله بن الصام ، ثنا محمد بن إسماعيل بن مهران ، ثنا محمد بن أبي صفوان الثقفي ، ثنا بهز بن أسد ، ثنا شعبة ، أنبأ على بث الأقمر ، قال: سمعت أبا الأخوص ، يحدث ، عن عبد الله رضي الله عنه ، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم ، يقول: لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله هذا حديث صيح على شرط الشيځين ،
-"হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা: বলেন, আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কেয়ামত ততক্ষন পর্যন্ত সংগঠিত হবেনা যতক্ষন সে (একজন ব্যক্তি) ' আল্লাহ আল্লাহ ' বলবে। ইমাম হাকেম বলেন: হাদিসটি বুখারী- মুসলীমের শর্তে ছহীহ।" (মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৮৫১১)
উল্লেখিত হাদিস দু'টি দ্বারা বুঝা যায়, আল্লাহ- আল্লাহ নামের জিকির কেয়ামত সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত চালু থাকবে। অতএব, আল্লাহ আল্লাহ বারবার উচ্চারণের মাধ্যমে আল্লাহর জিকির করা কোরআন সুন্নাহ সম্মত। এ কারণেই পাকিস্থানের আল্লামা মুফতী শফি সাহেব তদীয় 'তাফছিরে মারেফুল কোরআন কিতাবে বলেন:"বারবার আল্লাহ আল্লাহ উচ্চারণের মাধ্যমে আল্লাহর জিকির করা ইবাদত।" (তাফছিরে মারেফুল কোরআন)।
_________________
শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা
রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন