ঈমানের সহীত মৃত্যু নসীব হবে

 

ঈমানের সহীত মৃত্যু নসীব হবে 



اَلَّلهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا مُحَمَّدٍ مُّنْطَلِقِ عِنَانِ جَوَادِ الْاِيْمَانِ فِىْ مَيْدَانِ الْاِحْسَانِ مُرْسِلاً مُّرْشِدً اِلى رِيَاحِ الْكَرَمِ فِىْ رَوْضِ الْجِنَانِ وَعَلى ال مُحَمَّدٍ وَسَلَّمْ-


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­আ'লা ছায়্যিদিনা মুহাম্মাদিন মুনতালিকি ইনানি জাওয়াদিল ইমানি ফি মাইদানিল ইহছানি মুরছিলাম মুরশিদান ইলা রিয়াহিল কারামি ফি রাওদ্বিল জিনান্নি ওয়ালা আলি মুহাম্মদিও ওয়াছালি­ম।


▪ ফযীলত : এই দরূদ শরীফ পাঠ করলে ঈমানের সহিত মৃত্যু নসীব হবে। [জিকরে এলাহি]।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন