হুযুর (ﷺ) এর নৈকট্য লাভের দরূদ


হুযুর (ﷺ) এর নৈকট্য লাভের দরূদ :



اَلَّلهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ كمَاتُحِبُّ وَتَرْض لَهُ


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­ আ'লা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদা লাহু।


▪ ফযীলত : একদিন এক ব্যক্তি ছরকারে মদীনার নিকটে আসলে তিনি তাকে সিদ্দিক এবং নিজের মধ্যখানে বসালেন। তখন উপস্থিত সাহাবারে কেরামগণ প্রশ্ন করলেন কেন উনাকে এত নিকটে বসালেন? হুযুর (ﷺ) ফরমালেন সে এই দরূদ শরীফ নিয়মিত পড়ে। (সাআদাতুদ দারাইন-৮৩, আল কাউলুল বদী ৪৭)।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন