মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আনন্দ প্রকাশকারীর উপর রাসূলুল্লাহ (ﷺ) এর সন্তুষ্টি

 

মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে আনন্দ প্রকাশকারীর উপর রাসূলুল্লাহ (ﷺ) এর সন্তুষ্টি


ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻰ ﺍﻟﺤَﺒِﻴﺐ ! ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋَﻠﻰ ﻣُﺤَﻤَّﺪ

❏ কোন একজন সম্মানিত আলিম ﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ বলেন:

ﺍﻟﺤﻤﺪﻟﻠﻪ ﻋﺰﻭﺟﻞ 

আমি তাজদারে মদীনা, প্রিয় নবী ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ কে স্বপ্নযোগে দীদার লাভ করলাম। আমি আরয করলাম: “হে আল্লাহর রাসূল ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ মুসলমানগণ যে প্রতি বছর আপনার শুভাগমণের আনন্দ উদযাপন করে এটা আপনার পছন্দ কিনা? দয়ালু নবী, হুযুর পুরনূর ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ ইরশাদ করলেন: “যে আমার প্রতি খুশি হয় আমিও তার প্রতি সন্তুষ্ট হই।”(তাজকিরাতুল ওয়ায়েজীন, ৬০০ পৃষ্ঠা)



❏ সায়্যিদাতুনা মা আমিনা ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ বলেন: “একদা আমি দেখলাম যে, তিনটি পতাকা উত্তোলন করা হয়েছে, তার একটা পূর্বে একটা পশ্চিমে, আর একটা কা‘বা শরীফের ছাদের উপর, আর ইত্যবসরে হুযুরে আকরাম, ছরওয়ারে দোআলম, শাহে বনী আদম ﺻَﻠَّﯽ ﺍﻟﻠّٰﮧُ ﺗَﻌَﺎﻟٰﯽ ﻋَﻠَﯿْﮧِ ﻭَﺍٰﻟِﮧٖ ﻭَﺳَﻠَّﻢ এর বিলাদত হয়ে গেল।


(খাছায়িছে কোবরা, ১ম খন্ড, ৮২ পৃষ্ঠা)



❏ রুহুল আমী নে গাড়া কাবে কি ছাদ পে ঝান্ডা


তা আরশ উড়া পেরা সুবহে শবে বিলাদত।


(যওকে না‘ত, ৬৭ পৃষ্ঠা)।


________________

কিতাবঃ বসন্তের প্রভাত : ঈদে মিলাদুন্নবী (ﷺ)

লেখকঃ হযরত মাওলানা ইলয়াস আত্তার কাদেরী রযভী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন