রাসূলুল্লাহ (ﷺ) এর জন্ম সাল, জন্ম মাস, জন্ম দিন ও জন্ম কালীন সময়ের পর্যালোচনা


রাসূলুল্লাহ (ﷺ) এর জন্ম সাল, জন্ম মাস, জন্ম দিন ও জন্ম কালীন সময়ের পর্যালোচনা


জন্ম সালের আলোচনা : নবীকুল সম্রাট মা আমেনার স্নেহের দুলালী, রাসূলুল্লাহ (ﷺ) জগতগুরু সেজে “আমূল ফীল” তথা হস্তি—বাহিনীর ঘটনার বছর জন্মগ্রহন করেন।

এ হাদীসটি ইমাম তিরমীযী (رضي الله عنه ) স্বীয় তিরমীযীতে ক্বায়েস বিন মাখরামা ও ইবনে আছীমদ্বয়ের হাদীস থেকে বণর্না করেন। ইমাম বায়হাকী স্বীয় “দালায়েলে”সুআইদ বিন গাফলাহ (যিনি মুখদ্বারামীদের অন্যতম) এর হাদীস থেকে বর্ণনা করেন।

ইমাম বায়হাক্বী ও স্বীয় উস্তাদ হাকীম নিশাপুরী একত্রে হাজ্জাজ বিন মোহাম্মাদ এর হাদীস থেকে, তিনি ইউনুস বিন আবু ইসহাক্ব হতে, তিনি স্বীয় পিতা হতে, তিনি সাঈদ বিন যুবায়ের (رضي الله عنه ) হতে, তিনি সাইয়্যিদিনা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (رضي الله عنه ) হতে বণর্না করেন।

ঐতিহাসিক ইবনে সা’দ (আমূল ফীলের) পরিবর্তে (ইয়াওমূল ফীল) উল্লেখ করেন। আর ইমাম হাকীম নিশাপুরী (رضي الله عنه ) অনূরুপই একখানা হাদীস হামীদ বিন রাবী এর সুত্রে, তিনি হাজ্জাজের সূত্রে বর্ণনা করেন।

হাকীম নিশাপুরী رحمة الله عليه বলেন: হামীদ এককভাবে “ইয়াওমূল ফীল” ব্যবহার করেন। তবে এক্ষেত্রে তিনি ইবনে মুয়ীনের বর্ণনাকে প্রাধন্য দেন। তবে বিশুদ্ধ কথা হচ্ছে বাক্যটি “আমূল ফিল” হওয়াই যুক্তি সংগত ও সর্ব সম্মত।

 عام الفيل (আমূল ফীল) ও يوم الفيل (ইয়াওমূল ফীল) শব্দদ্বয় দ্বারা মূলত: হস্তিবাইনীর বছরকেই বুঝানো হয়েছে।

যেহেতু ঐ বছরই মহান আল্লাহ পাক আবরাহা আল আশরমের বিশাল হস্তিবাহিনীকে পরাস্থ করেন এবং কাবা নিধনের আশায় যারা এসেছিল তিনি সবাইকেই ধ্বংশ করেন। ইমাম ছাখাভী বলেন: এ বিষয়ে আমাদের মুহতারাম শায়েখ (رضي الله عنه ) প্রথম অভিমতের সমর্থন করেন ফলে কখনো কখনো ইয়াত্তম শব্দ ব্যবহার করে এর দ্বারা (মুতলাক্বোল ওয়াকত) তথা সাধারন সময়কে বুঝানো হয়ে থাকে। যেমন : يوم الفتح (বিজয়ের দিন) يم البدر (বদরের দিন) দ্বারা কখনো বছর ও মাস বুঝানো হয়ে থাকে। এক্ষেত্রে তিনটাই মূল উদ্দেশ্য। ইমাম ইবনে হিববানে স্বীয়, তারীখে, (আমূল ফীল) দ্বারা যে বছর হস্তিবাইনীর উপর মহান আল্লাহ পাক আবাবীল ফৌজ প্রেরন করেন সে বছরকেই বুঝানো হয়েছে। ইমাম বায়হাকী رحمة الله عليه মোহাম্মাদ বিন যুবায়ের বিন মুত্বঈম এর মুরসাল হাদীস দ্বারা (আমূল ফীল) শব্দ উল্লেখ করেছেন। হস্তিবাহিনীর ঘটনাটি যারা প্রত্যক্ষ করেছিলেন তন্মধ্যে হাকাম বিন হাযাম, হুআইত্বিব বিন আব্দুল উযযা এবং হাসসান বিন সাবেত প্রমুখগণ। তাঁরা عام الفيل এর বছর রাসূলুল্লাহ (ﷺ) জন্ম হওয়ার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামগণ একমত পোষন করেছেন। পুর্বোক্ত বর্ণনার আলোকে আরও কিছু বক্তব্যের উদৃত রয়েছে। আর তাহচ্ছে যে রাসূলুল্লাহ (ﷺ) হস্তিবাহিনীর ৪০ বছর পর জন্ম গ্রহন করেন।



ইবনে আসাকীর শুআইব বিন শুআইব সুত্রে বলেন: ১৫ বছর পর, ইবনে কালভী স্বিয় পিতা হতে, তিনি ছালেহ হতে, তিনি ইবনে আব্বাস (رضي الله عنه ) হতে বণর্না করেন। তবে ইবনে আব্বাস (رضي الله عنه ) এর পুর্বোক্ত হাদীসটি অত্যধিক নির্ভর যোগ্য।



 কেউ বলেন: এক মাস পর, তা ইবনে আব্দুল বারের অভিমত। অথবা দশ বছর পর, এ অভিমত ইবনে আসাকীর আব্দুর রহমান বিন আসাকীর সুত্রে ব্যক্ত করেন। অথবা ৩০ দিন পর জন্ম গ্রহন করেন। অথবা ৪০ দিন পর। সর্বোপরী কথা হচ্ছে যে, তিনি উক্ত ঘটনার ৪০/৫০ দিন পর জন্ম গ্রহণ করেন। ইমাম ছাখাভী رحمة الله عليه বলেন ولدت فى زمان الملك العادل অর্থ: আমি (মোহা্ম্মদ (সা: ) ন্যায় পরায়ন বাদশাহার আমলে জন্ম গ্রহন করেছি।) হাদীসের কোন ভিত্তি নেই। যেহেতু তাদের কেউ কেউ এর দ্বারা প্রতারীত হয়েছেন। তবে মূল কথা হচ্ছে যে, উলামায়ে কেরামগনের সর্বসম্মতিক্রমে রাসূলুল্লাহ (ﷺ) পবিত্র মক্কানগরীতে ন্যায় পরায়ন বাদশা নওশের ওয়ামের আমলে জন্ম গ্রহন করেন। ছাখাভী বলেন: ইমাম যামারাকশীর মতে এ হাদীসটি ভ্রান্ত ও মিথ্যায় জর্জরিত।



ইমাম জালালউদ্দিন সুয়ূতী رحمة الله عليه বলেন: আমাদের শায়েখ হাফিজ হাকীম আবু আব্দুল্লাহ নিশাপুরীর মতে কোন কোন মুর্খ পন্ডিতগণ নিন্মোক্ত বাণী : ولدت فى زمان الملك العادل বাক্যকে রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী বলে প্রচার করত: বলে যে, রাসূলুল্লাহ (ﷺ) নাকি বাদশা নওশের ওয়ানের আমলে জন্মগ্রহণ করেছেন অথচ তাদের এহেন ও অযৌক্তিক মন্তব্য মূলত বাতিল বলে গণ্য।


আর হাকীম নিশাপুরীর এ মন্তব্যের সত্যতা মিলে নিন্মোক্ত স্বপ্নেপ্রাপ্ত ঘটনা প্রবাহদ্বারা। যেমন : কোন এক জনৈক বুযুর্গ স্বপ্ন যুগে রাসূলে পাক (ﷺ) এর সাথে মুলাক্বাত হলে পর তাঁর সমীপে ইমাম হাকীম নিশাপুরী (رضي الله عنه ) বর্ণিত মন্তব্যের সত্যায়ন কতটুকু সে বিষয়ে নিবেদন করলে রাসূলুল্লাহ (ﷺ) হাকীম নিশাপুরীর মন্তব্যের সত্যতা জ্ঞাপন করেন। অর্থাৎ: বাদশা নওশেরওয়ান আমলে আমার জন্ম হওয়া সংক্রান্ত হাদীস মিথ্যা ও বাতিল।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন