মিলাদ শরীফ ও তার কিয়াম

  


মিলাদ শরীফ ও তার কিয়াম 


 

প্রথমে মিলাদ মাহফিলে উপস্থিত সকলে ওযু করে পূর্ণ পবিত্রতা ও ভক্তি সহকারে ভালবাসা অন্তরে নিয়ে আদব সহকারে মনকে মদীনার দিকে ধাবিত করে বসবে। অত:পর অন্তরে ধ্যান করবে। নিশ্চয়ই মহান আল্লাহ ও প্রিয় হাবীব উম্মতের কান্ডারী নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজেই উম্মতের দরূদ সালাম শুনছেন ও জবাব দিচ্ছেন। অত:পর ১) কোরআন মাজীদ হতে যথাসম্ভব তেলাওয়াত করবে। ২) হুজুর (ﷺ) এর মোবারক গুনাবলি ও ঘটনাবলী যথাসম্ভব আলোচনা করবে। ৩) তারপর মিলাদ শরীফের নিযম অনুযায়ী (মিলাদ) শুরু করবে। 


১। মিলাদ শরীফ পাঠ করার নিয়ম : 

ইন্নাল্লাহা ওয়ামালাইকাতাহু ইউছাল্লুনা আ'লান নাবীয়্যা ইয়া আইয়্যুহাল্লাজীনা আমানু ছাল্লু আ'লাইহি ওয়া ছালি­মু তাছলিমা। আল্লাহুম্মা ছালি­ আ'লা ছায়্যিাদিনা মাওলানা মুহাম্মদ, 


ওয়ালা আলি ছায়্যিদিনা মাওলানা মুহাম্মদ,


 নুর নবীজি নূর হইয়া আসলেন মানব ছুরতে, 


 তাইতো তাহার হয়না ছায়া চাঁদ সুরুজের আলোতে। 


 নবীর জন্য যাহার ছিল ভাই এজগতে কান্দেনা, 


 রোজ হাশরে কঠিন দিনে নবীজীর দেখা পাবে না। 


 জান নিরে আশিক তোমরা আমার নবীজী কেমন আপনা,


 উম্মতের মায়ায় যিনি আজো কান্দেন মদীনা। 


 পেমাগুনে জলে মরি ওহে প্রভু রাব্বানা। 


আমি যাহার প্রেমের প্রাগল তিনি সোনার মদীনা



 আসমান সুন্দর যমীন সুন্দর আরো সুন্দর তরকা,


 তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজী মোস্তফা। 


 আমরা সবাই গোনাহগার গো নবীজী আপনায় চিনলাম না,


 সেই কারনে রোজ হাশরে আমাদেরকে ভূলবেন না। 


 মক্কা ও মদীনাবাসী তারা কত ভাগ্যবান


 নূর নবীজীর নুর দেখিল যারা হইলেন মুসলমান 


 আবু জেহেল কাফের হইয়া দেখল মোদের নবীকে 


 উম্মত হইয়া দেখলাম না তাই দু:খ রইল মনেতে


 অজ্ঞতারই অন্ধকারে ছিল যখন এই ধরা 


 আসলেন তখন নিয়ে কোরআন নূর নবীজী মোস্তফা 


 বেলা যখন শেষ হইবে পারের তরী পাবে না 


 সময় থাকতে মুর্শিদি ধরে পথ করে নাও সাধনা



২। লা ইলাহা ইল্লাল্লাহ (যিকির) 



 বহুদূরে মদীনা আমরা কেমনে যাব জানি না 


    দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা 


 শাদ্দাদ জান্নাত বানাইল মনের মত সাজাইল 


    একটি কদম রাখার আগে আযরাঈলও আসিল। 


 আমার মনের বেদনা রাসূল ছাড়া বুঝে না 


    কেমনে যাইব আমি ঐ যে সোনার মদীনা 


 খেল মুমিন প্রেম খেলা মরার আগে মরন ভালা 


    জীবীত প্রানে মরতে পারলে গুছিবে মনের জালা 


 আছিয়া বলেন আল্লাহ তায়ালা ফেরাউন দিল কত জালা 


    আল্লাহ বলেন ও জীব্রাইল খোলে দাও জান্নাতের থালা 


 তাহাজ্জুদ নামাজ ছাইড় না, বেশী নিদ্রা যাইও না 


    আল্লাহর নামটি জপরে মন ভূইলা তুমি যাইও না 


 রাসূল আমার জানের জান, রাসূল আমার প্রাণের প্রাণ 


        আল্লাহ নিজে দরূদ পড়েন আছে কোরআনে প্রমাণ 


৩। আল্লাহ, আল্লাহ, আল­হু লা ইলাহা ইল্লাহু (যিকির) 


    আল্লাহ পাকের প্রিয় হাবীব মুহাম্মদ রাসূল 


        হলেন তিনি সবার আদি সৃষ্টি কুলের মূল। নবীজী... 


    কুরাইশ বংশ সেরা বংশ উচ্ছ তাহার শান 


        তাহার মাঝে সেরা আবার হাশেমী খান্দান। নবীজী...  


    সেই খান্দানে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল 


        বংশগুনে কেহ নাই যে তাহার সমতুল। নবীজী...    


    আপনার তরে পয়দা হল তামামও জাহান 


        কে আছে আর আপনার মত এ বিশ্ব মাজারে। নবীজী... 


    মত্তরে তোফান আসবে যখন নবীগো আমার 


        দেখা দিয়া বাছাইও ঈমান আমরার। নবীজী... 


    কাউছারের মালিক আপনি নবীদের সর্দার 


        রোজ হাশরে পিলাইয়েন হাউজে কাউছার। নবীজী... 


    মেরাজেতে গেলেন নবী বোরাকে সাওয়ার 


        বিনা পর্দায় প্রেমালাপন মাবুদের দিদার। নবীজী... 


    রাহমাতালি­ল আ'লামীন নবী মেরাজেতে যান 


        সত্তর হাজার ফেরেশতার দল সালাম জানায়। নবীজী... 


    গোনাহগারের গোনাহ ঝড়ে দরূদে আপনার 


        দয়া করে দেখাও ওগো চেহরায়ে আনোয়ার। নবীজী... 


    রাহমাতালি­ল আ'লামীন নবী রহমতের ভান্ডার 


        আপন হাতে পিলাইও হাইজে কাউছার। নবীজী... 


    নুরুন আল নূর নবী রহমতের ভান্ডার 


        কিয়ামতে হবেন তিনি উম্মতের কান্ডার। নবীজী... 


    আসমান যমীন চন্দ্র সূর্য্য যাহার উচিলায় 


        আসুন সবাই দাড়াইয়া সালাম জানাই। নবীজী... 



অত:পর সবাই দাড়িয়ে নবীজীকে সালাম জানাবেন। অথবা আরবী তাওয়াল্লুদ শরীফ পাঠ করে দাড়াবেন। 


ولماتم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور الاقوال المروية- توفى بالمدينة المنورة ابوه عبد الله- وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية – ومكث فيهم شمر سقيما يعانون سقمه وشكواه – والماتم من حمله صلى الله عليه وسلم على الرخع ثسغة أشهر قمريُّة-وان للزمان ان ينجلى عنه صداه حضر امه ليلة مو لده الشريف اسيى ومريع فى نسوة من الحظيرة القد سية – فاخدها المخاض قوضعته صلى الله عليه وسلم نور ايتلالأسناه- 



সবাই দাড়িয়ে নবীজীকে সালাম জানাবেন।


 


    ইয়া নাবী সালাম আ'লাইকা- ইয়া রাসুল সালাম আ'লাইকা-         ইয়া হাবীব সালাম আ'লাইকা- সালাওয়াতুল্লাহ্ আ'লাইকা। 


    নাইয়ারে বুরুজে রিসালাত গাওহারে দরজে নবুয়্যাত 


        মোজায়ে বাহরে হাকিকত শাফীয়ে রোজে কিয়ামাত 


    বখতকা ছমকে ছিতারা হাজেরী কাহো ইশারা 


        দেখকর রওজা পিয়ারা ফের কাছে খাদেম তোমহারা 


    বাহরে ইছ ইয়ামে ছফীনা আ গোজা মুশকিল হ্যায় জিনা 


        পরহে নেকা কারিনা হো আতা শাহে মদীনা 


    তুমি যে নূরের রবি নিখীল এ ধ্যানের ছবি 


        তুমি না এলে দুনিয়ায় আধারে ভূবিত সবি 


    আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না 


        শুনাইলে কেহ শুনে না হো শাহে মদীনা। 


    আমাদের মনের বাসনা আমরা কি মদীনায় যাব না? 


        কোন পথে হব রওয়ানা বলে দেনগো শাহে মদীনা 


    আমরা যে পাপি সকলে মিলিত মিলাদ মাহফিলে 


        কিয়ামে ডাকি কাতরে আশা যে পাব মরনে 


    জিব্রাইল ডাকেন বারে বার খোলেদাও আসমানের দোয়ার 


        এসেছেন নবীদের ছাড়দার লইতে মাওলার দিদার


    নবীজীর পিতা আব্দুল্লাহ নবীজীর মাতা আমিনা 


        নবীজীর দুধমা হালিমা নবীজীর রওজা মদীনা। 


    তুমি যে আক্কা ও মাওলা, তোমারই নামে বেহালা 


        ছাড়িলাম অকুলে একেলা গাহিয়া তোমার গীতিমালা


    প্রকাশের আদি ও অন্তে তারই নাম আসমানী গ্রন্থে 


        নবীউল আম্বিয়া হয়ে সৃষ্টিতে রহমতে তরী 


    পিপাসায় কাতর মোরা দেখিতে নুরী চেহারা 


        বিচ্ছেদের হইব সব হারা এধরায় না পাইলে সাড়া। 




অত:পর কিয়াম অবস্থায় পড়বে 



    মোস্তফা জানে রহমত পে লাখো সালাম 


        শময়ে বজমে হেদায়াত পে লাখো সালাম 


    শবে আছরা কি দুলহা পে দায়েম দরূদ 


         নওশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম 


    সৈয়দা, জাহেরা, তৈয়্যবা, তাহেরা, জাওজায়ে আলী মুর্তাদা 


ইয়ানে খাতুনে জান্নাত পে লাখো সালাম । 


    গাউছে আযম ইমামত তুকা ওয়ান নুকা 


        জালওয়ায়ে শানে কুদরত পে লাখো সালাম 


    খাজায়ে খাজেগান খাজা গারীবে নেওয়াজ 


        উছ মঈনুদ্দীন মিল্লাতপে লাখো সালাম 


    ডালদি কলব সে আজমতে মোস্তফা 


        হেকমত আ'লা হযরত পে লাখো সালাম 


    জিন কি হর হর আদা সুন্নাতে মোস্তফা 


        এইছি পীরে তরিকত পে লাখো সালাম 



অ:তপর দাড়িয়ে দাড়িয়ে পড়বে.....


আছছালাম আয় ছবজে গম্বোদ কে মকীন 


আছ ছালাম আয় রাহমাতালি­ল আ'লামীন 


ইয়া এলাহি ছদকায়ে আলে রাসূল 


ইয়ে ছালামী আশেকানা হো কবুল 


আয় খোদাকি লাভলে পেয়ারে রাছুল 


ইয়ে ছালামী আজেজানা হো কবুল 



অত:পর দাড়ানো অবস্থায় সবাই মিলে পড়বে ......


মদিনে কে চান্দ হাজারো সালাম 


মদিনে কে চান্দ লাখো সালাম 


মদিনে কে চান্দ করুর সালাম 


মদিনে কে চান্দ বেহদ সালাম



বালাগাল উলাবি কামালিহী কাশাফাদতু জাবি জামালিহী হাসনাতু জামিউ খিছোয়ালিহী সাল্লু আ'লাইহি ওয়া আলিহী।


[সবাই বসে যাবেন এবং অন্যান্য দরূদ শরীফ পাঠ ও তাসবীহ ইসতেগফার ও মোনাজাত করে মিলাদ সমাপ্ত করবেন। অত:পর তৌফিক অনুযায়ী তাবারুকের ব্যবস্থা করিবেন। ]    

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন