রজব মাসের মহা গুরুত্বপূর্ণ ও মর্যাদাময় আমল


 নবী করীম (ছ) বলেন, যে লােক রজব মাসের প্রথম বৃহস্পতিবারে রােযা রাখে, এরপর মাগরিব ও এশার মাঝখানে দু' দু'রাকাআত করে ১২ রাকাআত নামায পড়ে, প্রত্যেক রাকাআতে আলহামদু একবার, সূরা কদর ৩ বার, সূরা ইখলাস ১২ বার এবং নামায শেষে ৭৫ বার এই দুরূদ পড়ে - 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰی مُحَمَّدِ  نِ النَّبِیِّ الۡاُمِّیِّ وَعَلٰی اٰلِهٖ ۞

এরপর সিজদায় সত্তর বার سُبُّوۡحٌ قُدُّوۡسٌ رَبُّ الۡمَلاَءِكَةِ وَالرَّوۡح۞

বলে, এরপর মাথা তুলে ৭০ বার 

رَبِّ اغۡفِرۡ وَارۡحَمۡ وَتَجَاوَزۡ عَمَّا تَعۡلَمُ اِنَّكَ اَنۡتَ الۡعَلِیُّ الۡا عَظِيۡمُ۞

 বলে  এরপর দ্বিতীয় সিজদা করে এবং প্রথম সিজদায় যা পড়েছিল তাই পড়ে,এরপর সিজদার মধ্যেই নিজের প্রয়ােজন কামনা করে দোয়া করে, তার সকল প্রয়ােজন পূর্ণ করা হবে। তার সব গােনাহ ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনা, বালুকার সংখ্যা, পাহাড়ের ওজন এবং গাছের পাতাগুলাের সমানও হয়। কিয়ামতের দিন সে তার পরিবারের ৭০০ মানুষের শাফায়াত করবে, যারা জাহান্নামের উপযােগী হবে।(ইহইয়াউ উলুমিদ্দীন,পৃষ্ঠা - ১৬৭)।


ভিজিট করুন নিচের ব্লগ সাইটটি...

ইমাম আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি



Post a Comment

নবীনতর পূর্বতন