প্রশ্নকারী : মিজানুর রহমান
মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ
প্রশ্ন : স্থানীয় ইমাম ও আলেমগণের কাছে শুনেছি আসর ও মাগরিবের নামাযের মধ্যবর্তী সময়ে কোন নামায নাই। তাহিয়্যাতুল ওজু ও দুখুলুল মসজিদ নামাযের আমলকারী ব্যক্তি কি আসর-মাগরিব 'র মধ্যবর্তী সময়ে তাহিয়্যাতুল ওজু ও দুখূলুল মসজিদের নামায আদায় করতে পারবেন?
উত্তর : আসরের ফরজ নামযের পর এবং সূর্যাক্তের পর থেকে মাগরিবের ফরয নামাযের পূর্ব পর্যন্ত যে কোন নফল নামায পড়া অধিকাংশ হানাফী ইমামের মতে মাকরূহে তাহরীমা। সুতরাং ওই সময়ে তাহিয়্যাতুল ওজু ও দুখূলুল মসজিদ পড়া যাবে না। তবে কাযা নামায পড়া যাবে। ফতােয়া-ই হিন্দিয়া, দুররে মুখতার ও শরহে বেকায়া ইত্যাদির "সালাত' অধ্যায়। (যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ১৭২)।
উত্তর দিয়েছেন :- অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)।
একটি মন্তব্য পোস্ট করুন