বোরকা পরিধান করা ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব?

 


প্রশ্নকারী : মুসাম্মৎ আদীদা হুসনা জেসি 

দৈলারপাড়া, কুতুবজুম, মহেশখালী, কক্সবাজার


প্রশ্ন : আমি অষ্টম শ্রেণীর ছাত্রী। আমার পক্ষে শ্রেণীকক্ষে বসে বােরকার উপরের অংশটুকু খুলে রাখা কি জায়েয হবে? বোরকা পরিধান করা ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি মুস্তাহাব? জানিয়ে বাধিত করবেন।

উত্তর : একজন স্বাধীন মহিলার মুখমণ্ডল, দু'হাতের তালু ও দু'পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত। তা' ঢেকে রাখা তাে ফরজ আর যখন প্রয়ােজনে বাইরে যেতেই হয় তখন পর্দা অবলম্বন করাও ফরজ। আর তা হল, লম্বা চাদর, মাথার উপর থেকে মুখমণ্ডলের সামনে ঝুলিয়ে নেয়া, যাতে পর পুরুষের দৃষ্টি মুখমণ্ডলের উপর না পড়ে। সুতরাং, মুখমণ্ডল ও হাতের তালু সতরের অন্তর্ভুক্ত না হলেও ফিতনার আশঙ্কায় এগুলাে আবৃত করাও জরুরী।

ক্লাস রুম বা স্বীয় কক্ষে ভীষণ গরম ও ক্লান্তির কারণে পরপুরুষের আনাগােনা না থাকলে স্বীয় সতর আবৃত করে বােরকার উপরিভাগ নেহায়ত অস্থিরতা বােধ করলে খুলতে পারে। তবে বেগানা বা পরপুরুষের সামনে চেহারা যেন উন্মুক্ত না হয় সেদিকে একজন বালেগা রমনী অবশ্যই লক্ষ্য রাখবে। বােরকা বা মাথার ওপর চাদর ব্যবহার করা ঘর থেকে বিশেষ প্রয়ােজনে বাইরে যাওয়ার সময় বালেগা রমণীর জন্য ফরজ।(আসাহহুস সিয়র ও ফতােয়ায়ে হিন্দিয়া ইত্যাদি)। 

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২১০,২১১)।

উত্তর দিয়েছেন :- অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান (মা:জি:আ:)



Post a Comment

নবীনতর পূর্বতন